২৭ জুন ভারতীয় সুরকার রাহুল দেববর্মনের জন্মদিনে প্রকাশিত হয়েছে ৪০ বছর আগে তার সুর করা অপ্রকাশিত পাঁচটি গানের অ্যালবাম। যেখানে কণ্ঠ দিয়েছেন আশা ভোসলে, অমিত কুমার, কবিতা কৃষ্ণমূর্তি, কুমার শানু, স্বপ্না মুখোপাধ্যায়, জোজো নাথালিয়ার মত গুণী শিল্পীরা।
রাহুল দেববর্মনের জন্মদিনকে স্মরণীয় করে তোলার জন্য এই বিশেষ পদক্ষেপ নিয়েছে ‘ফ্লিক্সবাগ মিউজিক’।
পাঁচটি গানের মধ্যে ‘চোখে চোখে’ গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন কুমার শানু ও আশা ভোসলে। ‘ভালোবাসা ভালোবাসা’ গানটি গেয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি। আশা ভোসলে এককভাবে গেয়েছেন ‘খেলিস কেন দিদিভাই’। অমিত কুমার ও স্বপ্না মুখোপাধ্যায় গেয়েছেন ‘আমি তুমি দুজনাতে’। আর ‘তেরা দিল মেরা হুয়া’ হিন্দি গানটি গেয়েছেন জোজো।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে, প্রায় ৪০ বছর আগে কোনও এক বাংলা সিনেমার জন্য চার/পাঁচটি গানের সুর করেছিলেন রাহুল দেববর্মন। কিন্তু কোনও এক বিশেষ কারনে সেই গান গুলো আর প্রকাশ করা হয়নি।
তবে কিংবদন্তি এই সুরকারের ৮৫তম জন্মদিনকে স্মরণীয় করতে আড়ালে থেকে যাওয়া অসাধারণ পাঁচটি গানকে শ্রোতা-ভক্তদের জন্য নিয়ে এসেছেন ফ্লিক্সবাগ।
উল্লেখ্য, ১৯৬১ সালে অভিনেতা মেহমুদ প্রযোজিত ‘ছোটে নবাব’ সিনেমা দিয়ে সংগীত পরিচালনায় নিজের ক্যারিয়ার শুরু করেন আর ডি বর্মন। তিন দশকের বেশি সময় ধরে ‘ইয়াদোঁ কি বারাত’, ‘গোলমাল’, ‘খুবসুরত’, ‘সনম তেরি কসম’, ‘শোলে’, ‘রকি’র মত দারুণ সব সিনেমার গান।