২৫ মে ২০২৪। আজ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মদিন। ১৩০৬ বঙ্গাব্দের (১৮৯৯ খ্রিস্টাব্দ) ১১ জ্যৈষ্ঠ (২৫ মে) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এই বিদ্রোহী কবি।
প্রতিবছরের মতোই বর্ণাঢ্য আয়োজনে সারাদেশে উদযাপন করা হচ্ছে চির-বিদ্রোহী বীর-এর জন্মদিন। নজরুলজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে চলছে তিন দিনব্যাপী উৎসব। এছাড়াও ত্রিশালের নজরুল স্কুল মাঠে বসেছে নজরুল মেলা।
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ কালি নারায়ণ উচ্চ বিদ্যালয় মাঠে হচ্ছে ‘ভাগ হয়নিকো নজরুল’ শীর্ষক এক দিনব্যাপী উৎসব।
বাদ যাচ্ছে না ছোট পর্দা গুলোও। জাতীয় কবির জন্মদিনে বর্ণিল আয়োজন রেখেছে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভি। আজ (২৫ মে) রাত ৯টায় প্রচার হবে হবে নাটক ‘কারারুদ্ধ নজরুল’। মোঃ নজরুল ইসলামের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন সাাহরিয়ার মোহাম্মদ হাসান। অভিনয়ে আছেন ঝুনা চৌধুরী, সমু চৌধুরী, মোমেনা চৌধুরী প্রমুখ।
বিটিভির ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম’ অনুষ্ঠানে ওয়ারদা রিহাবের পরিচালনায় দেখা যাবে নজরুল সাহিত্য নিয়ে নৃত্যনাট্য ‘চির উন্নত মম শির’।
এছাড়াও ২৪ মে দেশের চার গুণীশিল্পী নজরুল সংগীতে শিল্পী ডালিয়া নওশিন ও সালাউদ্দিন আহমেদ এবং নজরুল গবেষণায় ড. গুলশান আরা কাজী ও অনুপম হায়াৎ-কে প্রদান করা হয়েছে ‘নজরুল পদক-২০২৪’।
উল্লেখ্য, ১৯৭৬ সালের ২৯ আগস্ট তৎকালীন পিজি (বর্তমান বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কবি। তাকে সমাহিত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে।