সাংবাদিক ও কথাসাহিত্যিক দীপক চৌধুরীর পরিচালনায় ‘শিরিনের একাত্তর যাত্রা’ মন্ত্রণালয়ের পর এবার সেন্সর বোর্ডে আনকাট ছাড় পেল। সরকারি অনুদানের স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি নির্মিত মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে। ‘শিরিনের একাত্তর যাত্রা’-র গল্প লিখেছেন সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিউজেই।
ছাড়পত্রের খবর জানিয়ে নির্মাতা দীপক গণমাধ্যমকে জানিয়েছেন, ‘শিরিনের একাত্তর যাত্রা’ সিনেমাটি সেন্সরবোর্ডের ছাড়পত্র পেয়েছে। তবে এটি বড়পর্দায় মুক্তি দেওয়া হবে না, টেলিভিশন চ্যানেলগুলোতে মুক্তি দেওয়া হবে। যেহেতু এটি মুক্তিযুদ্ধের গল্পের সিনেমা, তাই কোনো বিশেষ দিন দেখে খুব শিগগিরই মুক্তি পাবে।’
সিনেমার গল্প প্রসঙ্গে নির্মাতা জানিয়েছেন, ‘গল্পটা ১৯৭১ সালের অগাস্ট মাসের। ওই সময় দেশজুড়ে হ’ত্যা, গো’লাগু’লি, অ’গ্নি’সংযোগ, আ’তঙ্ক। ওই আ’তঙ্কের মধ্যেই শহর থেকে প্রাণ বাঁচাতে গোপালপুর আসে ২২ বছর বয়সী মেডিকেল কলেজের ছাত্রী জয়া, কারণ এই গ্রামের বাসিন্দা জয়ার পূর্বপরিচিত মুনির সাহেব। তারই ভরসায় গ্রামে আশ্রয় নিতে আসে জয়ারা। একটা সময় জয়া জানতে পারে, মুনির আহমেদ শান্তি কমিটির নেতা। তার আদর্শ পাকিস্তানের পক্ষে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে।’
স্বল্পদৈর্ঘ্য এই সিনেমায় অভিনয় করেছেন, শহীদুল আলম সাচ্চু, লাবণ্য চৌধুরী, সাদমান, তাহমিনা অথৈ, শিরিন আলম, সাবিনা রণি, আমজাদ সুমন, মাস্টার তাফসীরসহ আরও অনেকে।