জোরালো নির্বাচনী প্রচারণা চলছে ভারতের পশ্চিমবঙ্গে। এরই মাঝে সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের পিংলায় তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী ওরফে অভিনেতা দেবের সমর্থনে সভা করেছেন তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গেছে, কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল যে রাজনীতি ছেড়ে দিচ্ছেন দেব। এই কথাটি মনে রেখেছেন মমতা। তাই তিনি সভায় অভিনেতার বেশ প্রশংসা করেছেন, পাশাপাশি বলেছেন, ‘কেউ তোমাকে ছাড়তে চাইলে ছাড়ুক, আমরা তোমায় ছাড়বো না।’
সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা আরও বলেন, ‘দেব আমাকে বলেছিল— দিদি আমাকে ছেড়ে দাও। আমি বলেছিলাম— ছাড়বো না। দেব এখানে খুব ভালো কাজ করেছে। বর্ষায় বানভাসি পরিস্থিতিতে মাটিতে নেমে মানুষের পাশে থেকে কাজ করেছে। আর এখন তো ও খুব ভালো বক্তব্য রাখলো। আমি শুনলাম। দেব এখন ভালো রাজনীতিবিদ হয়ে উঠেছে। তাই ওকে ছাড়া যাবে না।’
দেবের আরও প্রশংসা করে তিনি যোগ করেন, ‘শুধু ভোটের সময় নয়, আমি ওকে দেখেছি ঘাটালের বন্যার সময়ও মানুষকে রান্নাবান্না করে খাওয়াতে। কোভিডের সময়ও ভালো সার্ভিস দিয়েছে দেব।’
এছাড়াও দেব ও জুন জিতলে মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টারপ্ল্যান উপহার দেবেন বলেও জানান। সারা বাংলায় ভালো ভোট পেলে দিল্লিকে পথ দেখাতে পারবেন বলে আশা করছেন তিনি।