বিএফডিসিতে সাংবাদিকদের ওপর সংঘবদ্ধভাবে হামলার প্রতিবাদে ২৪ এপ্রিল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনসহ বিনোদন সাংবাদিকরা। পাশাপাশি এদিন ২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস হিসেবে ঘোষণা দেন তারা।
মূলত ২৩ এপ্রিল শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পর চিরচেনা বিএফডিসির চিত্র ছিল ভিন্ন। সাংবাদিকদের উপর শিল্পীরা হামলা করলে মুহূর্তের মাঝেই রণক্ষেত্রে পরিণত হয় বিএফডিসি।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ইতিমধ্যে দুজন সদস্যকে সাময়িক বহিষ্কার করেছে শিল্পী সমিতি। তবে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী হামলার নেতৃত্ব দেয়ায় ও ঔদ্ধত্বপূর্ণ আচরণ করায় তাকে আজীবনের জন্য বয়কটের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা।
এদিকে ২৪ এপ্রিল রাতে সাংবাদিক ও শিল্পী সমিতি মিলে গঠিত তদন্ত কমিটির সিদ্ধান্তে শিল্পী সমিতি সাংবাদিকদের পাঁচ দফা দাবির চারটিই মেনে নেন। তবে জয় চৌধুরীকে দুই বছরের জন্য সমিতি থেকে বহিষ্কারের দাবি মেনে নেয়া হয়নি তখন। এ দাবি না মেনে জয়কে এক মাসের জন্য নিষিদ্ধ করে সবার সামনে দুঃখ প্রকাশ করতে বলা হয়। কিন্তু জয় তার বক্তব্য দেয়ার সময় দুঃখ প্রকাশ করে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করলে আবারও বিক্ষুব্ধ হয়ে পড়েন সাংবাদিকরা।
এর আগে দুপুরে এফডিসির গেটে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। তখন সাংবাদিকদের ওপর হামলার ঘটনার সাথে যুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়। তাছাড়া মানববন্ধনের পর সাংবাদিকরা এফডিসির ব্যবস্থাপনা পরিচালকের কাছে স্মারকলিপি দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় সাংবাদিকরা জয় চৌধুরীকে আজীবনের জন্য এফডিসিতে অবাঞ্চিত ঘোষণা করার দাবি জানানো হয়। পাশাপাশি ২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস বলে ঘোষণা দেন।