Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪

ঝড়ে লণ্ডভণ্ড ওমর সানির ‘চাপওয়ালা’

অভিনেতা ওমর সানি | ছবি: ফেসবুক

২৩ মার্চ গভীর রাতে আকস্মিক ঝড়ে ক্ষতির মুখে পড়েছে চিত্রনায়ক ওমর সানির রেস্তোরাঁ, ‘চাপওয়ালা’। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।

রবিবার(২৪ মার্চ) নিজের সোশ্যাল হ্যান্ডেল পোস্টে ওমর সানি লেখেন, ‘সাভারের উলাইলে মধুমতি টাইলস ফ্যাক্টরির উল্টাপাশেই আমার চাপওয়ালা রেস্টুরেন্টটি অবস্থিত। বলা যায় সেখানে অল্প কিছুদিনের মধ্যে চাপওয়ালা মানসম্পন্ন খাবার-দাবার পরিবেশন করে এলাকায় বেশ সাড়া ফেলেছে। দিন দিন চাপওয়ালার প্রতি সবার আগ্রহ বাড়ছে। কিন্তু ২৩ মার্চ গভীর রাতে সবাই যখন বাসায় চলে এসেছি, তখন প্রচণ্ড ঝড়ে চাপওয়ালার বাইরের বিরাটাকার সাইনবোর্ডসহ আনুষঙ্গিক অন্যান্য জিনিস এবং কাঁচ ভেঙে যায়। তাতে চাপওয়ালার বাইরের ডেকোরেশন ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহর হুকুমে হয়েছে, আমি আল্লাহর হুকুমকে আলহামদুলিল্লাহ বলবো। আপনারা সবাই দোয়া করবেন যেন এই ক্ষতি সারিয়ে ফেলতে পারি।’

অভিনেতা তার পোস্টে আরও উল্লেখ করেন, ‘এই ঝড়ে ব্যবসায়িকভাবে আমার বেশ ক্ষতি হয়েছে। আসলে প্রকৃতির ওপর তো কারও হাত নেই। এটা মেনে নিয়েই আমাদের বাঁচতে হবে, এগিয়ে যেতে হবে। তারপরও মানুষের মন তো, মনটা খুব খারাপ হয়ে গেছে। দিনরাত অনেক শ্রম দিয়ে কষ্ট করে চাপওয়ালা দাঁড় করানোর চেষ্টা করছি। এই প্রাকৃতিক দুর্যোগে আমার অনেক টাকার ক্ষতি হলো।’

উল্লেখ্য, এই ঈদে মুক্তির অপেক্ষায় ওমর সানি অভিনীত ‘ডেডবডি’। সানি ছাড়াও সেখানে অভিনয় করেছেন শ্যামল মওলা, জিয়াউল হক রোশান, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি, মিষ্টি জাহানসহ আরও অনেকে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

স্পাইডার ম্যানের সাথে শ্রদ্ধা কাপুর

‘স্পাইডার ম্যান’খ্যাত অ্যান্ড্রু গারফিল্ডের সাথে সৌজন্য আলাপে শ্রদ্ধা কাপুর। জেদ্দার প্রাণকেন্দ্র আল-বালাদ শহরের…

পালাকারের নতুন কার্যালয়ে  ‘তুমি দাঁড়ালেই মঞ্চ’

পালাকার-এর প্রযোজনা ভিত্তিক কর্মশালার প্রথম দিন শেষ হয়েছে যা শুরু হয়েছিল গতকাল। উদ্বোধনী দিনে নতুন কর্মীদের…
0
Share