জনপ্রিয় ভারতীয় অভিনেতা পার্থসারথি দেব সংকটজনক অবস্থায় ৩৭ দিন ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতা বাপি দাস।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে, গত ৯ ফেব্রুয়ারি থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন পার্থসারথি। তার ফুসফুসে সংক্রমণ রয়েছে। সবাইকে চিনতে পারলেও একটুখানি নিঃশ্বাস নিতে প্রাণপণ লড়াই করে যাচ্ছেন।
আনন্দবাজারের সাথে সাক্ষাৎকারে, ‘ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরামের যুগ্ম সচিব অভিনেতা দিগন্ত বাগচি বলেন, ‘শুরুতে দিন পাঁচেক ধরে পার্থদার কাশি হচ্ছিল। উনি হাসপাতালে ভর্তি হতে চাইছিলেন না। আমরা জোর করে ভর্তি করাই। তার পর থেকেই পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। ফোরামের তরফ থেকে আমরা সাধ্যমতো চেষ্টা করছি।‘
২০২১ সালে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে বেশ কিছু দিন ভর্তি ছিলেন পার্থসারথি দেব।
উল্লেখ্য, ‘কাকাবাবু হেরে গেলেন’, ‘লাঠি’, ‘প্রেম আমার’–সহ একাধিক জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করেছেন পার্থসারথি। সর্বশেষ ‘রক্তবীজ’ সিনেমায় দেখা গিয়েছিলো পার্থসারথিকে।