২৩ ফেব্রুয়ারি ছড়িয়ে পড়ে যে আবারও ক্যানসারে আক্রান্ত হয়েছেন দেশের কিংবদন্তী সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। এ বিষয়ে তিনি বা তার পরিবার থেকে কোন তথ্য জানানো না হলেও সম্প্রতি নিজের শারীরিক অবস্থা নিয়ে কথা বললেন সাবিনা ইয়াসমিন নিজেই।
সংগীতশিল্পীর ভাষ্যমতে, দ্বিতীয়বার তার শরীরে কোন ক্যানসার ধরা পড়েনি। গণমাধ্যমকে সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, ‘আপনারা জানেন, ২০০৭ সালে আমার ক্যানসার থেকে মুক্তির কথা। তারপর থেকে প্রতিবছর নিয়মিত চেকাপের জন্য সিঙ্গাপুর যেতে হয়। এবারও ব্যতিক্রম হয়নি। তবে এবার চেকাপে এসে আমার দাঁতের একটা সমস্যা দেখা যায়। চিকিৎসক আমাকে সেটা রিমুভ করতে বলেন। তারই প্রেক্ষিতে গত ৭ ফেব্রুয়ারি আমার ছোট একটি সার্জারি সম্পন্ন হয়। আমি মোটেও ওরাল ক্যানসারে আক্রান্ত নই।’
সংগীতশিল্পী কনকচাঁপার পোস্ট নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘আমার অসুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছিল কনক। আমি আসলেই একটি সার্জারি করিয়েছি। ছোট বা বড় অপারেশন একটি আতঙ্কের নাম। কিন্তু সেই পোস্টটিকেও এক পক্ষ ভুল ভাবে প্রচার করেছে।’
তিনি আরও যুক্ত করেন, ‘ডাক্তারের সাথে আমার পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট মার্চের ১৫ তারিখে। ততদিন পর্যন্ত আমি চিকিৎসকের পর্যবেক্ষণেই থাকবো। অ্যাপয়েন্টমেন্টের পর চিকিৎসক যেভাবে বলবেন, সেভাবেই চলবো। তারপরই আপনাদের দোয়ায় দেশে ফিরে আসবো ইনশাআল্লাহ। আমি সবাইকে এটাই বলতে চাই যে, আমি এখন সুস্থ আছি।’
উল্লেখ্য, পাঁচ দশকেরও বেশি সময় ধরে এই দেশের সংগীতের জগতে এক উজ্জ্বল নক্ষত্রের নাম সাবিনা ইয়াসমিন। উপমহাদেশের বিখ্যাত দুই কণ্ঠশিল্পী কিশোর কুমার ও মান্না দে’র সাথেও কণ্ঠ মিলিয়েছেন তিনি। পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারের সম্মান। ২০০৭ সালে একবার ক্যানসার জয় করেছেন এই কিংবদন্তি শিল্পী।