২২ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনীত ওয়েব সিনেমা ‘কাছের মানুষ দূরে থুইয়া’। যেখানে প্রথমবারের মত ফারিণ জুটি বেঁধেছেন গায়ক ও অভিনেতা প্রীতম হাসানের সাথে। এদিকে প্রীতম-ফারিণ জুটির নতুন ফিল্মটি মুক্তির কয়েকদিন আগে জানা গেলো শুটিং চলাকালীন একটি ভিসা বিড়ম্বনার কাহিনী।
বাংলাদেশের রাজশাহী ছাড়াও ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ছবির শুটিং হয়েছে সুদূর অস্টেলিয়ায়। সেখানে যাওয়ার জন্য নির্মাতা শিহাব শাহীনসহ অন্যান্য অভিনেতা ও কলাকুশিলীরা ভিসা পেলেও বিপত্তিতে পড়তে হয়েছে ফারিণকে। অভিনেত্রীর ভিসা জটিলতার কারণে শুটিংয়ের শিডিউলও নাকি পেছাতে হয়েছিল পরিচালককে।
মূলত ফারিণের নামের ভুলের কারণে রিজেক্ট হয়েছিল তার ভিসা। বিষয়টি নিয়ে সম্প্রতি পরিচালক জানান, ‘আমরা সবাই ঝামেলা ছাড়াই ভিসা পেলাম। কিন্তু ফারিণের জন্য আমাদের দৃশ্যধারণ পেছাতে হলো। কেননা ফারিণের ফেসবুকে নাম ছিল তাসনিয়া ফারিণ; পাসপোর্টে ভিন্ন নাম। আর সে কারণেই প্রথমবার ভিসা রিজেক্ট হয়েছিল।’
যদিও শেষমেশ ভিসা পেয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে ফারিণ ভালোভাবেই সম্পন্ন করতে পেরেছিলেন সিনেমার দৃশ্যধারণ।
উল্লেখ্য যে, ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের আওতাভুক্ত প্রেমের গল্পের ১২টি সিনেমার একটি হলো ‘কাছের মানুষ দূরে থুইয়া’। চরকির অরিজিনাল এ সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফারিণ ও প্রীতম। এছাড়াও এতে আরও দেখা যাবে সমাপ্তি মাশুক, খলিলুর রহমান কাদেরী, শিরিন আলম, শুভজিৎ ভৌমিক ও শাহীন শাহনেওয়াজের মত তারকাদের।