১৭ ফেব্রুয়ারি আমির খানের ‘দঙ্গল’ সিনেমার ববিতা চরিত্রে অভিনয় করা অভিনেত্রী সুহানি ভাটনাগর মারা গেছেন।
হিন্দুস্থান টাইমসের খবরে, মাত্র ১৯ বছর বয়সে শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে দিল্লিতে মৃত্যু হয়েছে সুহানির।
কয়েকদিন আগেই অভিনেত্রীর পা ভেঙে গিয়েছিল। সেজন্য তার চলমান চিকিৎসায়, বেশ কিছু ওষুধ খেতে হত তাকে। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে সুহানির শরীরে তরল পদার্থ জমা হতে শুরু করেছিল। প্রাথমিকভাবে ভুল ওষুধের জন্যই সুহানার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০১৬ সালে আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় কিশোরী ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন সুহানি। এছাড়াও বেশ কিছু বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন তিনি।