জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন টিভি পর্দার পরিচিত মুখ উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ। তার বরের নাম আরিফ হক।
বর-কনে উভয়ের পরিবারের সম্মতিতেই তাদের বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। মৌ নিজেই নিশ্চিত করেছেন তার বিয়ের খবর। জানা গেছে, আরিফ তাকে পছন্দ করতেন। আরিফের পছন্দের কথা জানার পর সময় চেয়েছিলেন মৌ। পরবর্তীতে আরিফের পরিবারের পক্ষ থেকে মৌয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে বিয়ের আয়োজন সম্পন্ন করা হয়। খুব শীঘ্রই তাদের বিবাহোত্তর সংবর্ধনারও আয়োজন করা হবে।
মৌ-এর স্বামী আরিফ পড়াশোনা করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে। বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন একটি প্রতিষ্ঠানের হেড অব অ্যাডমিশনস হিসেবে।
আর মৌ শোবিজ অঙ্গনে কাজ করে যাচ্ছেন প্রায় এক দশকেরও বেশি সময় ধরে। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা করেন মৌ। এই পর্যন্ত ২০টিরও বেশি নাটকে কাজ করেছেন তিনি। এছাড়া তাকে বিভিন্ন ওয়েব ফিল্মেও দেখা গেছে।