৫ জানুয়ারি প্রকাশ্যে এলো ‘রঙ্গনা’ সিনেমার ফার্স্ট লুক। যেখানে তিনটি ভিন্নরুপে দেখা দিয়েছেন অভিনেত্রী শাবনূর।
শাবনূরের হিজাব ও নিকাবে ঢাকা মুখ, ছলছলে চোখ নজর কেড়েছে সবার। পাশাপাশি অভিনেত্রীকে একই সাথে দেখা গেছে হাতে ফুল ও মুখে মিষ্টি হাসি, আবার রাগান্বিত চোখে , ব’ন্দু’ক হাতে। ভক্তদের মনে এরই মধ্যে জেগেছে হাজারো প্রশ্ন। সিনেমায় অভিনেত্রীর চরিত্র নিয়ে রহস্য ধরে রাখতে চাইছেন নির্মাতা আরাফাত হোসাইন। তিনি জানান, “দশের, দেশের এবং আপনার হৃদয়ের রক্তক্ষরণের গল্প বলবে ‘রঙ্গনা’। আর বাকি উত্তর গুলো খুব দ্রুত স্পষ্ট হবে।”
উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর ‘রঙ্গনা’ হতে চলেছে অভিনেত্রী শাবনূরের প্রথম সিনেমা। অন্য দিকে নির্মাতা আরাফাত হোসাইন নিজেও প্রথমবারের মতো সিনেমা বানাচ্ছেন। দুজনের প্রথমবার হিসেবে, তারা ভক্তদের দারুণ কিছু উপহার দিতে যাচ্ছেন বলে আশাবাদী সকলেই।