সংরক্ষিত কোটায় রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে ১০ কাঠার প্লট বরাদ্দ পেয়েছেন রুপালি পর্দার মুজিব চিত্রনায়ক আরিফিন শুভ।
তার সঙ্গে ৩ কাঠার প্লট বরাদ্দ পেয়েছেন লিটন হায়দার নামের একজন প্রযোজকও।
উল্লেখ্য, তার অভিনীত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি ২০২৩ সালে মুক্তি পায়। এরপর থেকেই প্রশংসার বন্যায় ভেসে যাচ্ছিলেন আরিফিন শুভ। একটাকা পারিশ্রমিক নেবার ঘটনাও সামনে আসে তার।
এছাড়া তিনি জানান, চরিত্রের গভীরতার কারণে ২০২০ সালের পর থেকে আর কোন নতুন কাজ না করে নিজের মাঝে শুধুই ‘মুজিব’কে লালন করেছেন তিনি।
২০২৪ সালের শুরুতেই তার এই প্লট পাওয়ার খবরে সকলে বলাবলি করছেন, এটি কর্তৃপক্ষের একটি উপহার নায়কের জন্য।