নির্মাতা অনুরাগ বসুর পরিচালনায় তৈরি হতে যাচ্ছে ‘আশিকি থ্রি’। আর এই ছবিতে জুটি বাঁধতে চলেছেন বলিউডের অভিনয়শিল্পী কার্তিক আরিয়ান ও তৃপ্তি দিমরি।
জানা গেছে, টি-সিরিজ ও ভিশেষ ফিল্মস-এর প্রযোজনায় তৈরি হবে ‘আশিকি থ্রি’ সিনেমাটি।
এদিকে সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার প্রসঙ্গে কার্তিক ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলাকে জানান, “কালজয়ী ক্লাসিক ‘আশিকি’ এমন একটি সিনেমা যা দেখে আমি বড় হয়েছি এবং ‘আশিকি থ্রি’-তে কাজ করাটা আমার স্বপ্ন সত্যি হওয়ার মত। ভূষণ কুমার ও মুকেশ ভাটের সঙ্গে কাজ করার এই সুযোগের জন্য আমি কিন্তু কৃতজ্ঞতাবোধ করছি।” তিনি আরও যোগ করেন, “আমি অনুরাগ বসুর কাজের একজন বড় অনুরাগী ছিলাম এবং তার সঙ্গে কাজ করাটা আমার জন্য গর্বের হবে।”
প্রসঙ্গত, বলিউডে ‘আশিকি’ ফ্র্যাঞ্চাইজি খুবই জনপ্রিয়। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পায় ১৯৯০ সালে। সমালোচকদের প্রশংসার পাশাপাশি ব্যবসায়িকভাবে দারুণভাবে সফল ছিল ছবিটি। এই ছবির গানগুলো এখনো আগের মতোই জনপ্রিয়। ফ্র্যাঞ্চাইজিটির দ্বিতীয় সিনেমা মুক্তি পায় ২০১৩ সালে। যেখানে জুটি বেঁধেছিলেন আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর। দ্বিতীয় সিক্যুয়েলও ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়। এবার দেখার পালা কার্তিক-তৃপ্তি জুটি দর্শকদের মনে সাড়া ফেলতে সক্ষম হয় কিনা!