‘সিংহাম থ্রি’ সিনেমার শুটিং করার সময় চোখে আঘাত পেয়েছেন অভিনেতা অজয় দেবগন। যার ফলে আপাতত আটকে গেছে রোহিত শেট্টি পরিচালিত ‘সিংহাম’ ফ্র্যাঞ্চাইজির নতুন এই সিনেমার শুটিং।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্যানুযায়ী, অ্যাকশন ঘরানার সিনেমা হওয়ার কারণে বেশ কিছু অ্যাকশন দৃশ্য আছে ছবিটিতে। এদিকে অজয় সাধারণত বডি ডাবলের সাহায্য ছাড়াই অ্যাকশন দৃশ্যগুলোতে অভিনয় করে থাকেন। যার ফলে এর আগেও কয়েকবার একই সিনেমার সেটে আহত হয়েছেন তিনি। এবার আরও একবার আহত হতে হলো অভিনেতাকে।
আরেক সংবাদমাধ্যম জুম জানান, অজয় আহত হওয়ার কারণে আটকে গেছে ‘সিংহাম থ্রি’ সিনেমার শুটিং। সপ্তাহখানেক আগে শুটিংয়ের শিডিউল ছিল। কিন্তু শুরু করা যায়নি শুটিং। কারণ অভিনেতা এখনো সুস্থ হয়ে ওঠেননি।
আরও জানা গেছে, নতুন করে শিডিউল ঠিক করা হয়েছে ছবিটির জন্য। এবার ২০২৪ সালের শুরুর দিকে হায়দরাবাদে আবারও শুটিং শুরু হবে। মূলত মুম্বাইয়ের শুট সম্পন্ন হওয়ার কথা ছিল ডিসেম্বর মাসে। নতুন বছরে এই শুটই করা হবে হায়দরাবাদে।
প্রসঙ্গত, অজয় ছাড়াও ‘সিংহাম থ্রি’ সিনেমায় দেখা যাবে একাধিক বলিউডের তারকাকে। তাদের মধ্যে রয়েছেন অক্ষয় কুমার, কারিনা কাপুর, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ, অর্জুন কাপুর, শ্বেতা তিওয়ারি প্রমুখ।