৬ ডিসেম্বর বাংলাদেশের অন্যতম গুণী চলচ্চিত্র নির্মাতা প্রয়াত তারেক মাসুদের ৬৭তম জন্মদিন।
বাংলাদেশকে ‘মুক্তির গান’, ‘মুক্তির কথা’, ‘আদম সুরত’, ‘মাটির ময়না’, ‘অন্তর্যাত্রা’ ও রানওয়ে-এর মতো ছবি উপহার দিয়েছেন তারেক মাসুদ। প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে অস্কারে স্থান পেয়েছিল তারেক মাসুদ পরিচালিত ‘মাটির ময়না’।
তারেক মাসুদ ছিলেন একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, লেখক ও গীতিকার। বাংলাদেশে প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সূচনাও হয়েছিল খ্যাতিমান এই পরিচালকের হাত ধরেই।
২০১১ সালে ১৩ আগস্টে ‘কাগজের ফুল’ সিনেমার শুটিং লোকেশন দেখে ঢাকায় ফেরার পথে মানিকগঞ্জের জোকা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় অকাল প্রয়াত হন তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ আরও পাঁচজন।