শুভশ্রী গাঙ্গুলির ৪ দিনের নবজাত কন্যাকে নায়িকা হবার প্রস্তাব দিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি স্টোরিতে অঙ্কুশের একটি কমেন্টের স্ক্রিনশট শেয়ার করেন শুভশ্রী। সেখানে ইয়ালিনি সম্পর্কে এক ভক্ত প্রশ্নের উত্তরে অঙ্কুশ লেখেন, “আমার ভবিষ্যৎ নায়িকা” হ্যাশট্যাগ ইয়াল্কুশ লিখতেও দেখা যায় তাকে।
বিষয়টি যে মা হিসেবে শুভশ্রীর বেশ পছন্দ হয়েছে সেটাও স্পষ্ট।
অনেকেই বলছেন পৃথিবীতে আসতে না আসতেই নায়িকা হবার প্রস্তাব পাচ্ছেন ছোট ইয়ালিনি। কারো কারো কাছে এমন প্রস্তাব রাজ-শুভশ্রী কন্যার বিশ্ব রেকর্ড।