মামলার বিষয়ে জবাব দাখিলের সময় ১২ জানুয়ারি
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে করা মামলার শুনানি পিছিয়েছে। আগামী ১২ জানুয়ারি জবাব দাখিলের ধার্য করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে জবাব দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু সংশ্লিষ্ট আদালতের বিচারকের বদলির কারণে জবাব দাখিল সংক্রান্ত শুনানি হয়নি।

আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার জানান, সংশ্লিষ্ট আদালতের বিচারক সম্প্রতি অন্যত্র বদলি হওয়ায় এ মামলার নির্ধারিত তারিখে শুনানি সম্ভব হয়নি। বিচারক অনুপস্থিত থাকায় মামলার কার্যক্রম স্থগিত থাকে। আদালতের প্রচলিত বিধি ও নিয়ম অনুযায়ী মামলাটির শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়।

পরবর্তী সময় আদালতে নতুন বিচারক যোগদান করার পর নথিপত্র আবার উপস্থাপন করে এ মামলার শুনানি হবে। এ কারণে আদালতের আদেশক্রমে মামলাটি পরবর্তী তারিখ পর্যন্ত মুলতবি রাখা হয়। নির্ধারিত তারিখে সব পক্ষকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়। নতুন নির্ধারিত তারিখে বিচারক উপস্থিত থাকলে মামলাটির শুনানি অনুষ্ঠিত হবে। গত ১৬ নভেম্বর সন্ধ্যায় আত্মসমর্পণ করে জামিন পান অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিসান চৌধুরী। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ আফরোজা হক তানিয়ার আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।