আসিফকে পাল্টা জবাবে হাত দেখালেন ওমর সানী
দেশের আলোচিত দুই তারকা। অভিনেতা ওমর সানি ও জনপ্রিয় গায়ক আসিফ আকবর। বিতর্কিত মন্তব্যের কারণে আবারো আলোচনায় এই দুই তারকা। আসিফ আকবরকে ‘বেয়াদব’ বললেন ওমর সানী । সোমবার সকালে ওমর সানী ফেসবুকে এক ভিডিও বার্তার পোস্টে লেখেন, ‘ভালো হয়ে যাও, আসিফ আকবর। চেয়ারের গরম বেশি দিন থাকে না।’ এসময় ভিডিও বার্তায় আসিফ আকবরকে ‘বেয়াদব’ বলে আখ্যায়িত করেন ওমর সানী। ব্যক্তিগত জীবন নিয়ে কথা না বলতে অনুরোধ জানান এই অভিনেতা।

ওমর সানী নারী শাসিত পুরুষ: আসিফ আকবর
সংসার জীবনের বিষয়গুলো একান্তই ব্যক্তিগত। সেটা সচরাচর বাইরে আসে না। মৌসুমি-ওমর সানী কিভাবে সংসার করছেন তা কেবল তাদেরই জানার কথা। কিন্তু সেটা নিয়ে কথা বললেন গায়ক আসিফ আকবর। তার দাবি, ওমর সানী মৌসুমির শাসনের শিকার এবং ঠিকভাবে সংসার করতে পারছেন না। বেসরকারি একটি টেলিভিশনের পডকাস্টে আসিফ আকবর বলেন- ‘উনি(ওমর সানী) একটু সহজ সরল মানুষ তো। চাপটাপ বিক্রি করে ভাবসে এরকম কিছু বললে বাফুফে তার চাপটাপ কিনতে পারে। উনি (ওমর সানী) তো ঠিকমতো সংসারই করতে পারতেসেন না। উনি একটু নারী শাসিত পুরুষ। এই ফেসবুকটা হচ্ছে উনার একমাত্র বেঁচে থাকার অবলম্বন। ’

আসিফকে ভালো হওয়ার আহ্বান ওমর সানীর
আসিফের এই মন্তব্য শোনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা ওমর সানী। ফেসবুকে ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ও (আসিফ আকবর) ব্যক্তি জীবনে কি করে না করে সবই জানি। কিন্তু আমি ব্যক্তি জীবন নিয়ে কোন কথা বলিনি। ওর নোংরা জীবনের কোন কথাই আমি বলিনি এবং ভাল জীবনের কথাও আমি বলিনি। পরিবারকে নিয়েও না। আমি চেয়ারের কথা বলেছি। কিন্তু আপনি আমার সম্পর্কে মাছরাঙা টেলিভিশনে বললেন যে, নারী শাসিত। আসিফ তুই গিয়ে মৌসুমীকে জিজ্ঞেস কর, আমার অবস্থান কোথায়? আমার ব্যক্তি জীবন নিয়ে তোর কথা বলার কি কোন দরকার আছে? আমাকে নিয়ে তুই সমালোচনা কর। চেয়ার নিয়ে তুই সমালোচনা কর। তুই চাপ নিয়ে কথা বলিস, ব্যক্তি জীবন নিয়ে কথা বলিস, সংসার নিয়ে কথা বলিস, ওই তোর কি অবস্থা? ওই আসিফ (ধমকের সুরে) তোর কি অবস্থা? তুই আমাকে নিয়ে কথা বলিস? হাতটা দেখছোস? আজকে আমি ঢাকা সিটিতে আছি, তোর সাহস থাকলে আমার সামনে এসে কথা বল।’

শতাধিক সিনেমায় অভিনয় করেন ওমর সানী
নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানীর প্রথম সিনেমা ছিল ‘চাঁদনী’। নায়িকা হিসেবে ছিলেন মৌসুমী। ওমর সানী শতাধিক সিনেমায় অভিনয় করেন।