জলপাই বাগানে মৃগ্ধতা ছড়ালেন বুবলী
জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। পেশাজীবনের শুরুতে ছিলেন উড়োজাহাজের কেব্রিন ক্রু। তারপর বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদপাঠিকার কাজ করেন কয়েক বছর। পরে ২০১৬ সালে সিনেমায় নাম লেখান। বর্তমানে এই অভিনেত্রী আরও ভিন্ন ভিন্ন কাজের প্রতি তার আগ্রহের কথা জানাচ্ছেন। রূপালি পর্দায় নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী। রবিবার ফেসবুকে জলপাই বাগানে বুবলী কয়েকটি ছবি শেয়ার করেছেন। এতে ভক্তদের মধ্যে সৃষ্টি হয়েছে তুমুল আগ্রহ।

ছবিগুলোতে বুবলীকে দেখা যায় পেস্ট রঙের পোশাকে। আর খোলা চুলে তার হাসি যেন চারপাশের সবুজ প্রকৃতিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। নরম আলো আর শান্ত পরিবেশের মাঝে বুবলীর উপস্থিতি ছবিগুলোকে দিয়েছে আলাদা উজ্জ্বলতা। ফেসবুকে ছবি শেয়ার করে ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘টক-মিষ্টি শীতের জলপাই, আমার প্রিয় প্রকৃতি’।

ছবি পোস্টের পর নেটিজেনদের নজর কেড়েছে। অনেকেই জলপাইয়ের প্রতি তাদের ভালবাসার কথা জানিয়েছেন। খলিল খান নামের একজন লিখেছেন, ‘ভিন্নতা আর শূন্যতা মিলিয়ে জীবন অসম্ভব সুন্দর’। আরেকজন লিখেছেন, ‘শীতকাল মানেই জলপাই’। আরেকভক্ত লিখেছেন, ‘জলপাই আপনার মতোই দেখতে আপু’।
অভিনয় ছেড়ে কৃষক হতে চান বুবলী
এর আগেও বুবলী প্রকৃতি ও গাছপালার সঙ্গে ছবি তুলতে দেখা গেছে। সেসময় বুবলী জানিয়েছিলেন, ‘ফুল, ফল, শাক সবজি চাষ করবো, হাঁস মুরগি, গরু ছাগল পালব। কারণ প্রকৃতি একটু বেশিই সুন্দর, তাই প্রকৃতির খুব কাছে থাকতে চাই।’

শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ দিয়ে ২০১৬ সালে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয়। তবে, ২০২২ সালে মুক্তি পাওয়া ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার পর শাকিবের সঙ্গে আর দেখা যায়নি। বর্তমানে অন্য নায়কের সঙ্গে নিয়মিত অভিনয় করেছেন বুবলী।