নাম-ছবি ব্যবহারের বিষয়ে কিছুই জানেন না মিমি
নব্বই দশকের জনপ্রিয় অভিনয়শিল্পী আফসানা মিমি। নিয়মিত অভিনয় না করলেও যুক্ত আছেন পরিচালনায়। সবশেষ উৎসব সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। দুই সপ্তাহের বেশি সময় ধরে কেউ একজন তার পরিচয়ে শিল্পী, সাংবাদিকসহ পরিচিতজনদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। সঙ্গে মেসেঞ্জারে বার্তাও দিচ্ছেন। ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের কারণে বিপাকে পড়েছেন আফসানা মিমি।

ভুয়া আইডি নিয়ে সতর্ক করলেন অভিনয়শিল্পী
সম্প্রতি তিনি অভিযোগ করেন, তার ছবি ও নাম দিয়ে কে বা কারা ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট পরিচালনা করছে।বিভিন্ন ছবি ও নিউজ শেয়ার করা হচ্ছে সেখানে। এমনকি গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব গড়ারও চেষ্টা করা হচ্ছে। মিমি বলেন, ‘এটা ভুয়া। আমি কোনো ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করি না। কে বা কারা এসব করছে, তা আমি জানি না।’ বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী ও স্বজনেরাও বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, মিমির নামে চালু হওয়া আইডিটি সম্পূর্ণ মিথ্যা। কেউ না কেউ এটিকে ব্যবহার করে ভুয়া পরিচয় তৈরি করছে।

তারকাদের নাম ও ছবি ব্যবহারে হচ্ছে ভুয়া আইডি
এর আগে, অভিনেত্রী বিপাশা হায়াত, সুমাইয়া শিমু, সাদিয়া জাহান প্রভা, নির্মাতা সালাউদ্দিন লাভলু, অভিনেতা মারজুক রাসেলসহ অনেকে তাদের নামে ফেসবুকে ভুয়া আইডি বা পেজ খোলা হয়েছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে সালাউদ্দিন লাভলু ও মারজুক রাসেল পুলিশের সাইবার ক্রাইমে ইউনিটে লিখিত অভিযোগও দেন।