Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫

খালেদা জিয়া নল দিয়ে খাবার-ওষুধ খাচ্ছেন: কনকচাঁপা

খালেদা জিয়ার শারীরিক অবস্থা

খালেদা জিয়া দু একবার চোখ খুলে তাকাচ্ছেন: কনকচাঁপা

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো উদ্বেগজনক।  ১১ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি। তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।  দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।  খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে মঙ্গলবার এভারকেয়ার হাসপাতালে যান কণ্ঠশিল্পী কনকচাঁপা। বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে না পারলেও কথা বলেন ফাতেমার সঙ্গে।  তিনি তাকে জানান, খালেদা জিয়া নল দিয়ে খাবার ও ওষুধ গ্রহণ করছেন।  আগের দিনের তুলনায় তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

কনকচাঁপা জানান, খালেদা জিয়া দু’একবার চোখ খুলে তাকাচ্ছেন।   তিনি জানান, “আমরা সারা দেশের মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছি। বিশ্বাস করি, এত মানুষের মধ্যে কারো না কারো দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবেন।” তিনি বলেন, “ম্যাডামের ভালো থাকার স্বার্থেই হাসপাতালে ভিড় করা ঠিক না। এ কথা মনে রেখে দোয়া করে যাচ্ছিলাম।  কিন্তু শেষ পর্যন্ত মন আর মানলো না।  নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে তার কক্ষের সামনে পর্যন্ত গেলাম। যে রুমে ম্যাডাম এতদিন ছিলেন, এখন তিনি সেখানে আইসিইউতে আছেন।”

কড়া নিরাপত্তার মধ্যেও কয়েকজনের সঙ্গে কথা হয়। ডা. জাহিদ হোসেন, শিমুল বিশ্বাস, আমানউল্লাহ আমান, নাজিমউদ্দীন আলমসহ দলের কয়েকজন নেতার সঙ্গেই দেখা হয়। এছাড়া শাহিনা খান জামান, ব্যারিস্টার মেহনাজ মান্নান ও শর্মিলা রহমানের কাছ থেকেও ম্যাডামের অবস্থা জানার চেষ্টা করি।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ধর্মেন্দ্রর সম্পত্তি বন্টন নিয়ে অন্যরকম এক সিদ্ধান্ত

ধর্মেন্দ্রর সম্পত্তি বন্টন বলিউডের কিংবদন্তি ধর্মেন্দ্র না থাকলেও তার রেখে যাওয়া স্মৃতি, কাজ আর বিশাল সম্পদ…

ম্যাকগাইভার নিয়ে অভিনেতা সজলের স্মৃতিচারণ   

আবদুন নূর সজল টেলিভিশন নাটকের পর্দায় সাবলীল অভিনয় ও দীর্ঘ ক্যারিয়ারের কারণে দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত ও…
ম্যাকগাইভার নিয়ে অভিনেতা সজলের স্মৃতিচারণ

প্রত্যেক মানুষই জন্মগতভাবে অভিনেতা-নির্মাতা তাওকীর

দেলুপী নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম কিছুদিন আগে দেশব্যাপী মুক্তি পেয়েছে সিনেমা দেলুপী। সিনেমাটি নির্মাণ…
প্রত্যেক মানুষই জন্মগতভাবে অভিনেতা-নির্মাতা তাওকীর

অভিনয়ে অনিয়মিত অপূর্ব – পর্দায় কম দেখা যাওয়ার কারণ

যে কারনে অভিনয়ে নেই অপূর্ব নব্বই দশকের শেষ ভাগ থেকে ছোট পর্দার জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব। অসংখ্য আলোচিত…
অভিনয়ে অনিয়মিত অপূর্ব
0
Share