Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫

এই প্রথম স্ট্যান্ড-আপ কমেডিয়ান চরিত্রে মোশাররফ করিম

‘ডিমলাইট’-এ স্ট্যান্ড-আপ কমেডিয়ান

বহু বছর ধরেই নাটক, চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে অভিনয়শৈলী দিয়ে দর্শকদের মুগ্ধ করে আসছেন অভিনেতা মোশাররফ করিম। করেছেন বহু চরিত্রে অভিনয়। তবে এবার তিনি নিজেকে উপস্থাপন করছেন এক সম্পূর্ণ নতুন চরিত্রে। যেই চরিত্রে আগে কখনোই অভিনয় করেননি তিনি। ওটিটি প্ল্যাটফর্ম চরকির অরিজিনাল চলচ্চিত্র ‘ডিমলাইট’। এই ছবির মাধ্যমে এই প্রথম স্ট্যান্ড-আপ কমেডিয়ান চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম ।   

 ‘ডিমলাইট’ ফিল্মটি নির্মাণ করেছেন শরাফ আহমেদ জীবন। চরকীর পাশাপাশি ফিল্মটির সহ-প্রযোজনায় আছে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়াল।

‘ডিমলাইট’ ছবিটি শুধুই কমেডি সিনেমা নয়। এই সিনেমা হাসির আড়ালে অগোচরে থাকা গভীর এক সংকটের গল্প নিয়ে। মোশাররফ করিমের চরিত্রটি ভুগছেন মিডলাইফ ক্রাইসিসে। যেখানে দায়িত্ব, সংসার, কাজ আর সম্পর্কের ভারে ধূসর হয়ে উঠেছে জীবনের আসল অনুভূতিগুলো।

নির্মাতা শরাফ আহমেদ জীবনের ভাষায়, জীবনের অনেক সমস্যা আছে, যেগুলো প্রচণ্ড আলোতেও দেখা যায় না আবার ঘুটঘুটে অন্ধকারেও নয়। সেগুলো দেখতে দরকার পরিমিত আলো, ঠিক সেই কারণেই ‘ডিমলাইট’। এই প্রতীকী আলোতেই দর্শক দেখতে পাবেন মোশাররফ করিমের একেবারে ভিন্ন রূপ।   

চরকি এই সিনেমার প্রথম দিকের প্রচারণায় বলেছিল- মোশাররফ করিমকে এবার দেখা যাবে এক “নতুন রূপে”। পরবর্তী ক্যাম্পেইন লাইনে ছিল আরও কৌতূহলোদ্দীপক বার্তা, “লাইফটা একটা জোক, আর সবচেয়ে বড় জোক মিডলাইফ ক্রাইসিস।” এই এক লাইনেই পুরো ফিল্মের আবহ স্পষ্ট; হাসির আড়ালে লুকানো বাস্তব ব্যথা, হাস্যরস ও জীবনদর্শনের মিশেল।

ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাহিদ হাসনাত। মোশাররফ করিমের সঙ্গে আরও অভিনয় করেছেন তানজিকা আমিন এবং পারসা ইভানা। পারসা ইভানার এটাই চরকিতে প্রথম কাজ।

সিনেমার স্ট্যান্ড-আপ কমেডিয়ান চরিত্রে নিয়ে মোশাররফ করিম

‘ডিমলাইট’ নিয়ে মোশাররফ করিম বলেন, “আমাদের জীবনে নিত্যদিনের কাজ, চিনি কেনা, টুথপেস্ট, বাচ্চার স্কুলের ফি এসবের একেকটা আবরণ আছে। সেই আবরণে ঢাকা পড়ে সম্পর্ক। আর তখন আর ফুল থাকে না, ফুলের ঘ্রাণও থাকে না।  
সিনেমাটি নিয়ে তানজিকা আমিন বলেন, “আমার মনে হয়েছিল এই গল্পটা এখনকার সময়ের এবং এখনই বলা উচিত। এটা একেবারেই জীবনের গল্প।“  

অন্যদিকে পারসা ইভানা জানান,গল্পটায় হিউমার আছে, ক্রাইসিসও আছে। খুব রিলেটেবল। মানুষ যে জীবনটা লিড করে, ঠিক সেটারই গল্প সহজভাবে বলা হয়েছে এই সিনেমায়।

চলচ্চিত্রপ্রেমীদের কাছে ‘ডিমলাইট’ হয়ে উঠতে পারে অনুভূতি, বাস্তবতা ও বিনোদনের অনন্য সমন্বয়, যেখানে হাসির ভিতরেই লুকিয়ে থাকবে জীবনের গভীরতম গল্প।

এই সিনেমাটি চরকির মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের অংশ। এর আগে এখান থেকে মুক্তি পেয়েছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘ফরগেট মি নট’ ও ‘৩৬-২৪-৩৬’। প্রতিটি সিনেমাই সম্পর্কের নানান দিক তুলে ধরে অর্জন করেছে ব্যাপক প্রশংসা।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ডিয়েগো ম্যারাডোনার জীবনী নিয়ে অ্যানিমেশন সিরিজ

ডিয়েগো ম্যারাডোনার জীবনী ফুটবল ইতিহাসে যেসব নাম যুগ যুগ ধরে আলো ছড়িয়েছে, ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা তাদের…
ডিয়েগো ম্যারাডোনার জীবনী নিয়ে অ্যানিমেশন সিরিজ

সাগর-রুনি হত্যাকাণ্ড অবলম্বনে আসছে ওয়েব ফিল্ম

ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ দেশের আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড অবলম্বনে আসছে ওয়েব ফিল্ম। ওয়েব…
সাগর-রুনি হত্যাকাণ্ড অবলম্বনে আসছে ওয়েব ফিল্ম

অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা না দিয়ে আমেরিকা চলে যান তিশা

অভিযোগের মুখে তানজিন তিশা অনবরত অভিযোগের মুখে পড়ছেন দেশের নন্দিত মডেল ও অভিনেত্রী তানজিন তিশা। অনলাইন শো-রুম…
অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা না দিয়ে আমেরিকা চলে যান তিশা
0
Share