বোমা হামলার হুমকি পর চেন্নাইজুড়ে তোলপাড়
তামিল চলচ্চিত্রজগতে হঠাৎ চাঞ্চল্য। জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত ও ধানুশের বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। সোমবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। খবর প্রকাশের পরই চেন্নাই জুড়ে হৈচৈ পড়ে যায় এবং দ্রুত তদন্তে নামে চেন্নাই পুলিশ।

তল্লাশি অভিযানে পুলিশ, নিরাপত্তা জোরদার
ইতোমধ্যেই দুই তারকার বাড়িতে জোরদার করা হয়েছে পুলিশি নিরাপত্তা, চলছে টানা তল্লাশি অভিযান। তামিলনাড়ু ও বৃহত্তর চেন্নাই সিটি পুলিশের কাছে একটি ই-মেইল বার্তা পাঠানো হয়, যেখানে বলা হয়—রজনীকান্ত ও ধানুশের বাসভবনে বোমা রাখা হয়েছে। ই-মেইল পাওয়ার সঙ্গে সঙ্গেই চেন্নাই পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। রজনীকান্তের বাড়ি ও ধানুশের বাসভবনে বোমা শনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ স্কোয়াড মোতায়েন করা হয়।
পুলিশি সূত্রে জানা যায়, প্রতিটি ঘর, গ্যারেজ ও পার্কিং এলাকা তল্লাশি করা হলেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। কর্মকর্তারা মনে করছেন, এটি একটি ভুয়া হুমকি হতে পারে।
রজনীকান্তের বাসভবনের নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, কোনো অজ্ঞাত ব্যক্তি বাড়িতে প্রবেশ করেনি বা সন্দেহজনক কিছু জমা রাখেনি। ফলে পুলিশের ধারণা আরও জোরালো হয়েছে যে এটি ভুয়া বোমা হুমকি। বোম্ব ডিসপোজাল স্কোয়াড ও সাইবার ইউনিট মিলে ই-মেইলের উৎস শনাক্তে কাজ করছে। একই সঙ্গে ই-মেইলে উল্লেখ থাকা অন্য কয়েকজন তারকার বাড়িতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে।

তল্লাশির পর এখন পর্যন্ত কোনো বিস্ফোরক অথবা হুমকির প্রমাণ মেলেনি। চেন্নাই পুলিশ এই ঘটনাটিকে সম্প্রতি ঘটে যাওয়া এমন একাধিক ভুয়া হুমকির অংশ হিসেবে চিহ্নিত করেছে। সংস্থাটি জানিয়েছে- এ ধরনের হুমকিগুলো সাম্প্রতিক সময়ে তারকা ও রাজনীতিকদের লক্ষ্য করে পাঠানো একাধিক ভুয়া ই-মেইলের অংশ।
সম্প্রতি এই ধরনের ভুয়া হুমকির ঘটনা বৃদ্ধি পেয়েছে। পুলিশ জানায়, ৯ অক্টোবর দক্ষিণের তারকা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের বাড়িতে বোমা রাখার হুমকি দিয়ে ফোন করায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।