Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, অক্টোবর ২৬, ২০২৫

বিচ্ছেদের গুঞ্জনে স্পষ্ট জবাব দিলেন পূর্ণিমা

স্বামীকে ট্যাগ দিয়ে ফেসবুকে পূর্ণিমার পোস্ট

চিত্রনায়িকা পূর্ণিমার একটি ফেসবুক পোস্টের পর সামাজিক মাধ্যমে বিচ্ছেদের গুঞ্জন ওঠে।  অনেকেই ধারণা করেন, তিন বছরের সংসারেও বিচ্ছেদের সুর বাজছে! স্বামী আশফাকুর রহমানের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।  তবে, বিষয়টি যে একেবারে গুজব, তা শনিবার ফেসবুক পোস্টে নিশ্চিত করেন পূর্ণিমা।  এই পোস্টের সঙ্গে স্বামীকেও ট্যাগ করেছেন।

দীর্ঘ স্ট্যাটাস দিয়ে পূর্ণিমা কাটালেন ধোঁয়াশা

সেই পোস্টে পূর্ণিমা লেখেন, ‘সুদিনে মানুষের বন্ধুর অভাব হয় না।  এদের অধিকাংশই হচ্ছে সুযোগসন্ধানী কৃত্রিম বন্ধু।  এরা সব সময়ই নিজের স্বার্থ উদ্ধারে ব্যতিব্যস্ত থাকে। দুর্দিনে এদের খুঁজে পাওয়া ভার! কিছুদিন আগে আমার দেওয়া স্ট্যাটাসটি থেকে এমনটাই বোঝানো হয়েছিল। চারপাশে যা কিছু ঘটে, এসবকে কেন্দ্র করেই স্ট্যাটাসটা লেখা হয়েছিল। দিনশেষে আমিও একজন মানুষ। সবার মতো আমারও কমবেশি কাছের দূরের মানুষ রয়েছে।’ 

ফেসবুক পোস্টের ভুল ব্যাখ্যাই গুজবের কারণ: পূর্ণিমা

পূর্ণিমা লেখেন, ‘এ কারণে আমাকেও সুসময়ের বন্ধু ও স্বার্থপরদের ফেইস করতে হয়েছে।  কিন্তু লেখার কিছু অংশ আগে পিছে না বুঝে অনেকে পারিবারিক জীবনে মিলিয়ে ফেলেছে! সেখান থেকে কিছু গণমাধ্যম সত্যতা নিশ্চিত না করে চটকদার শিরোনামে সংবাদ প্রকাশ করেছে।  যা আমাকে ও আমার পরিবারকে বিষ্মিত ও মর্মাহত করেছে।’

স্ট্যাটাসের সঙ্গে পারিবারিক জীবনের সম্পর্ক নেই: পূর্ণিমা

সব শেষে এই নায়িকা লেখেন, ‘ স্ট্যাটাসের সাথে পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নেই।  আপনাদের দোয়া ও ভালোবাসায় পরিবার ও সংসার জীবন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্যারিয়ারের শুরু থেকে মানুষের ভালোবাসা ও সংবাদকর্মীদেরও সাপোর্ট পেয়েছি।  আশা রাখি, আগামীতেও ভালোবাসা অব্যাহত থাকবে, ধন্যবাদ।’

নব্বই দশকের শেষ দিকে ঢালিউডে অভিষেক চিত্রনায়িকা পূর্ণিমার। জাকির হোসেন পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবিটি ১৯৯৭ সালে মুক্তি পায়। তখন এই তারকা নবম শ্রেণির শিক্ষার্থী।  তিন দশকের অভিনয় জীবনে একটানা ২০২০ সাল পর্যন্ত সিনেমায় কাজ করেছেন। পূর্ণিমা অভিনীত সর্বশেষ সিনেমা ‘চিরঞ্জীব মুজিব’ মুক্তি পায় ২০২১ সালের ডিসেম্বরে।  নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামের দুটি সিনেমা আছে মুক্তির প্রতীক্ষায়।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

চঞ্চল ও ফারিণ একসঙ্গে কলকাতার ‘স্বার্থপর’ সিনেমায়!

‘স্বার্থপর’ ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির চঞ্চল ও ফারিণ বাংলাদেশের জনপ্রিয় দুই তারকা চঞ্চল চৌধুরী ও তাসনিয়া…

এক মাস আগেও সালমান শাহর মা-কে হুমকি দিয়েছে ডন    

ছেলে হত্যার বিচারের জন্য লড়াই করেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী দেশের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ এর মরদেহ ১৯৯৬…
এক মাস আগেও সালমান শাহর মা-কে হুমকি দিয়েছে ডন
0
Share