জেমসের স্ত্রী কে এই নামিয়া আমিন?
দেশের ব্যান্ড সংগীত জগতের এক জীবন্ত কিংবদন্তি নগর বাউল মাহফুজ আনাম জেমস। ব্যক্তিগত জীবনে একাধিকবার বদলেছেন জীবনসঙ্গী। সংগীতের মতোই তার ব্যক্তিগত জীবনও বরাবরই ছিল কৌতূহলের কেন্দ্রবিন্দু। এবার তিনি আলোচনায় তৃতীয় বিয়ে ও নবজাতক পুত্রসন্তানের কারণে। তৃতীয় স্ত্রী কে এই মার্কিন নাগরিক নামিয়া আমিন?

লস অ্যাঞ্জেলেসে কনসার্টে প্রেমের শুরু
২০২৩ সালে যুক্তরাষ্ট্র সফরের সময় লস অ্যাঞ্জেলেসে এক কনসার্টে জেমসের সঙ্গে পরিচয় হয় নৃত্যশিল্পী নামিয়া আমিনের। সেই পরিচয় থেকেই শুরু হয় বন্ধুত্ব, যা পরবর্তীতে রূপ নেয় প্রেমে। এক বছর পর, ২০২৪ সালের ১২ জুন তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তারা ঢাকার বনানীতে জেমসের নিজস্ব বাসায় একসঙ্গে বসবাস করছেন।
নৃত্যশিল্পী থেকে জেমসের জীবনসঙ্গী
নামিয়া আমিন যুক্তরাষ্ট্রের নাগরিক। জন্ম ও বেড়ে ওঠা সেখানেই। তার বাবা নুরুল আমিন ও মা নাহিদ আমিন দুজনেই মার্কিন নাগরিক এবং স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। নামিয়া মূলত একজন নৃত্যশিল্পী হিসেবে আমেরিকায় খ্যাতি অর্জন করেছেন। দূর দেশের পরিচয় এখন তা পূর্ণতা পেয়েছে সন্তানের মধুর উপস্থিতিতে।

এর আগে চিত্রনায়িকা রথি ও প্রবাসী বেনজীর সাজ্জাদ ছিলেন জেমসের প্রথম ও দ্বিতীয় স্ত্রী। ২০১৪ সালে বেনজীরের সঙ্গে তার বিচ্ছেদ হয়। বেনজীর তখন মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেন। আর জেমস পেশাগত কারণে দেশ ছাড়তে রাজি ছিলেন না।