দর্শকদের কাছে পঞ্চম সিজন আরও জনপ্রিয়
হোতেন নিচ্ছেন ‘লগে আছি ডট কমে’র মালিক বাচ্চু স্যার। দেশের নাট্যাঙ্গনে আলোচিত নাম কাজল আরেফিন অমি। বর্তমানে ‘ব্যাচেলর পয়েন্ট’ এর পঞ্চম সিজনের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বুধবার সকালে ফেসবুকে পোস্টে ‘লগে আছি ডট কমে’র মালিকের একটি ভিডিও পোস্ট করেন। একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে বাচ্চু স্যার সুইমিং পুলে শুয়ে হোতেন নিচ্ছেন। কাজল আরেফিন অমি স্ট্যাটাসে বলেন, ‘লগে আছি ডট কম এর মালিক বাচ্চু স্যার হোতেন নিচ্ছেন’।
ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শুটিং
মন্তব্যের ঘরে তৌফিক মাহবুব লেখেন- ‘এবার লাইনে আসছে’। সেখানে জহিরুল ইসলাম সবুজ নামের একজন তৌফিক মাহবুবকে উদ্দেশ্য করে লেখেন–”ভাই এটার আসল ভিলেন, আপনি নাকি নাঈম ভাই? this question is talk of the town ” কাজল আরেফিন অমি এর জবাবে তৌসিফ মাহবুবকে উদ্দেশে করে লেখেন–‘lord of hoten & shoken’। রেশমী হোসেন রিনি নামের একজন মন্তব্যের ঘরে লেখেন-‘হোতেন কমপ্লিট হয়নি, হাফ প্যান্ট হলে কমপ্লিট হতো”
কিভাবে আঙুল ফুলে কলাগাছ হলেন বাচ্চু
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে এলাকার বড়ভাই চরিত্রে অভিনয় করেছিলেন বাচ্চু (মুসাফির সৈয়দ বাচ্চু)! আগের সিজনগুলোতে তার ফাপড়বাজি দিয়ে কাবিলা, হাবু, পাশাদের সঙ্গে বাচ্চুর ক্যাচালে আনন্দ পেতেন দর্শকরা। সিজন ৪-এ দেখা যায়, অনলাইন ই-কর্মাস ব্যবসা করে বাচ্চু আঙুল ফুলে কলাগাছ বনে যান বাচ্চু, হয়ে উঠেন ‘লগে আছি ডট কম’-এর এমডি!
কারাবন্দি ছিলেন লগে আছি ডট কমের মালিক
গ্রাহকের টাকা মেরে দেয়ায় গ্রেপ্তারও হয়েছিলেন তিনি! এভাবে লগে আছি ডট কমের এমডি হিসেবে ব্যাপক পরিচিতি পান বাচ্চু। চলতি সিজন ৫-এও তাকে জেল বন্দি দেখা যায়।
ফিরেছেন নেহাল, আপাতত বাদ শিমুল
প্রায় আট বছর ধরে নিয়মিত প্রচারিত হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক। সেখানে কোনো চরিত্র বাদ যাওয়ার মতো ঘটনা এটাই প্রথম নয়। এর আগে নাটক থেকে গল্পের প্রয়োজনে বাদ যায় তৌসিফ মাহবুব ও শামীম হাসান সরকার। দীর্ঘদিন পরে আবার নেহাল চরিত্রের অভিনেতা তৌসিফ ফিরেছেন। তবে, নাটক থেকে আপাতত বাদ যাচ্ছেন এই অভিনেতা।
প্রচারিত হচ্ছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫
‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালটিতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, ইরফান মৃধা শিবলু পাভেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ। বর্তমানে নাটকটির পঞ্চম সিজন প্রচার হচ্ছে।