কলকাতায় ‘শেকড়’ সিনেমার শুটিং
ভারতের বীরভূমের এক মনোরম গ্রামে ‘শেকড়’ সিনেমার শুটিং চলছে। ছবিটি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনয় করছেন ব্রাত্য বসুর নতুন ছবিতে । দুই দেশের শিল্পীদের অংশগ্রহণে নির্মিত এই সিনেমায় থাকবে ভিন্নধর্মী গল্প ও চরিত্র। ছবিটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। ওপার বাংলার সিনেমায় অভিনয় করেও নিজেকে প্রমাণ করেছেন চঞ্চল চৌধুরী। খানিকটা বিরতির পর ফের ভারতীয় বাংলা সিনেমায় ফিরলেন।
‘শেকড়’ নামের সিনেমাটি পরিচালনা করছেন ব্রাত্য বসু। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুই গল্পের সংমিশ্রণে নির্মিত হচ্ছে সিনেমাটি। বর্তমানে বোলপুরে শুটিং চলছে, এতে অংশ নিয়েছেন চঞ্চল চৌধুরী। পরিচালক ব্রাত্য বসু বলেন, “আসলে আমি তো শিকড়বিহীন। তাই সারাজীবন শিকড়ের সন্ধান চালিয়ে যাই। এটি তেমনই এক সন্ধানের সিনেমা। সম্পর্কের গল্প।”
ছবিতে রাজি হওয়ার বিশেষ কারণও জানান চঞ্চল। তার কাছে গ্রাম বরাবরই টানে। বলেন, ‘বর্তমানে ঢাকায় থাকলেও আমি তো আসলে গ্রামেরই ছেলে। যখন ছবিতে মেঠো পথ দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি, কত পুরোনো ছবি মনে ভেসে উঠছে। এই ছবি করতে গিয়ে আমি বারবার পিছন ফিরে তাকিয়েছি।’
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প ‘দ্রবময়ীর কাশীবাস’ ও ‘দাদু’ এর অবলম্বনে নির্মিত হবে ‘শেকড়’ ছবিটি। বোলপুরের ৩১ ডিগ্রি তাপমাত্রায়, কাঠফাটা রোদ উপেক্ষা করে ঢিলে ঢালা ফতুয়া আর একমুখ দাড়ি নিয়ে সাইকেলে চেপে ছুটে চলছেন চঞ্চল চৌধুরী। এতে বাবা ছেলের এক সুন্দর সম্পর্ক তুলে ধরা হবে। চঞ্চল চৌধুরী জানিয়েছেন, তার চরিত্রের সঙ্গে তার ব্যক্তিজীবনের বহু মিল রয়েছে। কারণ এই চরিত্রে তার বাবা ডিমেনশিয়ায় আক্রান্ত। যিনি সমস্ত কিছু ভুলে যান। চঞ্চল চৌধুরীর বাবাও জীবনের শেষদিকে একই রোগে আক্রান্ত ছিলেন।
সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মার্চে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।