Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, অক্টোবর ১, ২০২৫

কন্যা সন্তানের বাবা হলেন শ্যামল মাওলা

কন্যা সন্তানের বাবা হলেন শ্যামল মাওলা
কন্যা সন্তানের বাবা হলেন শ্যামল মাওলা

কন্যা সন্তানের বাবা হলেন শ্যামল মাওলা

দেশের শোবিজ জগতের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলার জীবনে এসেছে নতুন অতিথি। কন্যা সন্তানের বাবা হলেন শ্যামল মাওলা । মাহা শিকদারের সাথে এই অভিনেতার পাঁচ বছরের সংসার জীবন। নিজের জীবনের এই বিশেষ মুহূর্তের কথা ভক্ত-অনুরাগীদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অভিনেতা নিজেই। 

ফেসবুক প্রোফাইলে তিনি লিখেছেন- ‘A new star comes to the planet’ (গ্রহে একটি নতুন তারার আগমন ) সেইসঙ্গে হ্যাশট্যাগে নবজাতকের নামও প্রকাশ করেছেন। তাদের কন্যার নাম রাখা হয়েছে সানাভ মাওলা। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়ে অনলাইনে। সহকর্মী, বন্ধুবান্ধব ও ভক্তরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন নবদম্পতিকে।

শ্যামল মাওলা দীর্ঘদিন ধরে নাটক, ওয়েব সিরিজ এবং সিনেমায় তার অভিনয়ের জন্য দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন। তিনি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নিজেকে প্রতিনিয়ত নতুনভাবে উপস্থাপন করছেন। সম্প্রতি তাকে দেখা গেছে বঙ্গ প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ক্রাইম থ্রিলার সিরিজ ‘কানাগলি’ তে, যা দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে।

এছাড়া আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পাচ্ছে তার বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘নাদান’। ফরহাদ হোসেন পরিচালিত এই সিনেমায় শ্যামল মাওলার বিপরীতে অভিনয় করেছেন সায়মা স্মৃতি। চলচ্চিত্রটি ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

পারিবারিক জীবনে নতুন অতিথির আগমনে এখন ভিন্ন আবেগে ভাসছেন শ্যামল মাওলা ও মাহা শিকদার। ভক্তরা বিশ্বাস করেন, ব্যক্তিগত জীবনের এই আনন্দ তার অভিনয় ক্যারিয়ারেও ইতিবাচক প্রভাব ফেলবে।

বাংলাদেশের বিনোদন জগতে শ্যামল মাওলার জনপ্রিয়তা দিনদিন বাড়ছে। নতুন সিনেমা ও ওয়েব সিরিজের পাশাপাশি ব্যক্তিগত সুখবর তাকে আরও বেশি মানুষের কাছে অনুপ্রেরণার প্রতীক হিসেবে তুলে ধরেছে। কন্যা সন্তানের আগমনে তার জীবন ও কর্মজীবন আরও আলোকিত হবে বলেই আশাবাদী অনুরাগীরা।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আপন ভাইয়ের সাথে ছবি দিয়ে বিপদে কেয়া পায়েল    

বিপাকে পড়েছেন কেয়া পায়েল দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ…

আহত-নিহতদের ক্ষতিপূরণ দিচ্ছেন থালাপতি বিজয়

তামিলাগা ভেটরি কাজাগাম অতীত জীবনে থালাপতি বিজয় এত বড় বিপর্যয়ের মুখোমুখি কখনোই হয়নি। অভিনয় থেকে রাজনীতিতে পা…

‘বান্ধব’ ছবির গল্প চুরির অভিযোগ অস্বীকার নির্মাতার

চুরির দায়ে অভিযুক্ত হয়েছে ‘বান্ধব’ আগামী ৩ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সুজন বড়ুয়া পরিচালিত…
Exit mobile version