Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫

১৮০০ শিল্পীর ঐক্যবদ্ধ প্রতিবাদ

১৩০০ শিল্পীর ঐক্যবদ্ধ প্রতিবাদ
ইসরায়েলের সাথে ১,৩০০ শিল্পীর কাজ না করার ঘোষণা

১৮০০ শিল্পীর ঐক্যবদ্ধ প্রতিবাদ: ইসরায়েলের সাথে আর কোনো কাজ নয়

ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গণহত্যা ও নৃশংস হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত নিহত হয়েছে প্রায় ৬৫ হাজারের মতো নিরীহ নারী-শিশু ও সাধারণ মানুষরা। আহত হয়েছে প্রায় ১ লাখ ৬০ হাজারের মতো মানুষ। গোটা বিশ্বের আহ্বান ও প্রতিরোধের ঘোষণার পরেও থামেনি দখলদার ইসরায়েল। এবার ইসরাইলীদের উপর কঠোর অবস্থান নিল বিশ্ব শিল্পী সমাজ। ১৮০০ শিল্পীর ঐক্যবদ্ধ প্রতিবাদ এ ইসরায়েলের সাথে কাজ না করার ঘোষণা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মানবাধিকার ও ন্যায়বিচারের দাবিতে তাদের এই অবস্থান গুরুত্ব পাচ্ছে । খবর রয়টার্স ।

১৩০০ শিল্পীর ঐক্যবদ্ধ প্রতিবাদ
অলিভিয়া কোলম্যান | ছবি: রয়টার্স

হলিউডের এ লিস্টের বিভিন্ন শিল্পীসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৮০০ শিল্পী ঘোষণা দিয়েছেন —ইসরায়েলী কোন প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের সাংস্কৃতিক বা চলচ্চিত্র-সম্পর্কিত কাজে আর অংশ নেবেন না তারা।

যৌথ বিবৃতিতে শিল্পীরা জানান, ইসরায়েলি প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় অভিনয় করবেন না তারা। শুধু তাই নয়, দেশটিতে আয়োজিত কোনো চলচ্চিত্র উৎসবেও অংশগ্রহণ করবেন না। এর ফলে জেরুজালেম ফিল্ম ফেস্টিভ্যাল, হাইফা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ডোকাভিভ, তেলআবিব ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল এবং টিএলভি ফেস্টের মতো গুরুত্বপূর্ণ আসরে থাকবে না তাদের সিনেমা বা উপস্থিতি।

 ‘ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন’-এর বিবৃতিতে বলা হয়েছে—‘এমন এক সংকটময় মুহূর্তে, যখন বিশ্বের বহু সরকার গণহত্যাকে সমর্থন দিয়ে চলেছে, তখন এই ভয়াবহতাকে রুখে দিতে আমাদের সবকিছু করতে হবে। ইসরায়েলি সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান, পরিবেশক বা বিক্রয় এজেন্ট—কেউই কখনো ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়ায়নি।’

ইউনাইটেড অ্যাঙ্গানস্ট অ্যাপার্টহাইড

বিবৃতিতে আরো বলা হয়েছে, ” তৎকালীন বর্ণবাদী দক্ষিণ আফ্রিকায় চলচ্চিত্র প্রদর্শন করতে অস্বীকৃতি জানানো ইউনাইটেড অ্যাঙ্গানস্ট অ্যাপার্টহাইডের দ্বারা অনুপ্রাণিত হয়ে, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা এবং বর্ণবাদের সাথে জড়িত ইসরায়েলি চলচ্চিত্র প্রতিষ্ঠানসহ তাদের যেকোন উৎসব, সিনেমা, সম্প্রচারক এবং প্রযোজনা সংস্থাগুলিতে চলচ্চিত্র প্রদর্শন করব না, উপস্থিত হব না এবং তাদের সাথে কাজ করব না।“

অভিনেত্রী হান্না আইনবাইন্ডার বলেন, ‘দুই বছর ধরে গাজায় যা ঘটছে, তা বিবেককে নাড়িয়ে দেয়। একজন ইহুদি আমেরিকান নাগরিক হিসেবে আমি মনে করি, গণহত্যা বন্ধ করতে আমাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত।

এই গুরুত্বপূর্ণ সময়ে, যখন নেতারা ব্যর্থ হচ্ছেন, তখন শিল্পীদেরই এগিয়ে আসতে হবে। ইসরায়েলের সঙ্গে কাজ বন্ধ করতে হবে।’

১৩০০ শিল্পীর ঐক্যবদ্ধ প্রতিবাদ
এমা স্টোন

সিনথিয়া নিক্সন
সিনথিয়া নিক্সন

১৩০০ শিল্পীর ঐক্যবদ্ধ প্রতিবাদ

লিলি গ্ল্যাডস্টোন
লিলি গ্ল্যাডস্টোন

হান্না আইনবাইন্ডারসহ এ তালিকায় আরো রয়েছেন এমা স্টোন, অলিভিয়া কোলম্যান, আয়ো এডিবেরি, লিলি গ্ল্যাডস্টোন, মার্ক রাফেলো, পিটার সারসগার্ড, আইমি লু উড, পাপা এসিডু, গ্যয়েল গার্সিয়া বার্নাল, রিজ আহমেদ, মেলিসা বারেরা, সিনথিয়া নিক্সন, টিল্ডা সুইনটন, জেভিয়ার বারডেম, জো অ্যালউইন, জশ ও’কনর প্রমুখ।

মেলিসা বারেরা
মেলিসা বারেরা

১৩০০ শিল্পীর ঐক্যবদ্ধ প্রতিবাদ
আইমি লু উড

এ ছাড়া নির্মাতাদের তালিকায় রয়েছেন ইয়র্গোস ল্যান্থিমোস, আভা ডুভার্নে, অ্যাডাম ম্যাককে, বুটস রিলে, এমা সেলিগম্যান, জোশুয়া ওপেনহাইমার, মাইক লেই প্রমুখ।

ইয়র্গোস ল্যান্থিমোস
ইয়র্গোস ল্যান্থিমোস

আভা ডুভার্নে
আভা ডুভার্নে

গত সপ্তাহে, গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে নিহত পাঁচ বছর বয়সী এক মেয়ের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘দ্য ভয়েস অফ হিন্দ রজব’ ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর ২৩ মিনিটের করতালি পেয়েছিল। সিনেমাটির নির্বাহী প্রযোজকদের মধ্যে ছিলেন ব্র্যাড পিট, জোনাথন গ্লেজার, ফিনিক্স, রুনি মারা এবং আলফোনসো কুয়ারন। সেই ছবির পরেই এলো এই ঘোষণা।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বলিউড সিরিজে অভিনয় করছেন আরিফিন শুভ

মুক্তিযুদ্ধ নিয়ে বলিউড সিরিজ, থাকছেন আরিফিন শুভ কলকাতার নির্মাতা সৌমিক সেন কিছুদিন আগেই ঘোষণা দিয়েছিলেন…

আইসিইউতে লালন সংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন

আইসিইউতে কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন অবস্থা সংকটাপন্ন দেশবরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনের। তার শারীরিক…
আইসিইউতে কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন

বাংলাদেশ নিয়ে মানুষের কাছে ভুল বার্তা গেছে বললেন জয়া আহসান

বাংলাদেশ নিয়ে মানুষের কাছে ভুল বার্তা দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসান রবিবার কলকাতার একটি অনুষ্ঠানে অংশ…
বাংলাদেশ নিয়ে মানুষের কাছে ভুল বার্তা গেছে বললেন জয়া আহসান
0
Share