বেশ কিছু দিন ধরে গুঞ্জন চলছিল যে, আমির খান আবার প্রেমে মজেছেন। তবে বার বার এমন খবরের প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি বলিউডের মিস্টার পারফেকশনিস্টকে। অবশেষে তিনি নিজেই তার নতুন সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনলেন।
১২ মার্চ, আমির খান শাহরুখ খান এবং সালমান খানের সঙ্গে নিজের নতুন প্রেমিকার পরিচয় করিয়ে দেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমিরের প্রেমিকার নামও গৌরী, যিনি শাহরুখ খানের স্ত্রীর মতোই নামেও এবং ধর্মেও হিন্দু। গৌরী স্প্রাট পেশায় প্রযোজক।
দেড় বছর একসঙ্গে থাকার পর, ১৩ মার্চ আমির তার নতুন সঙ্গী গৌরীকে প্রকাশ্যে নিয়ে আসেন। আমির নিজেই জানালেন, ১২ মার্চ তিনি প্রথমে শাহরুখ ও সালমানকে গৌরীর সঙ্গে পরিচয় করিয়ে দেন, তারপর অন্যদের বিষয়টি জানান।
ভারতীয় সংবাদমাধ্যমকে আমির খান বলেন, “আমার মুম্বাইয়ের বাড়িতে শাহরুখ ও সালমানকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তাদের আগে গৌরীর পরিচয় করিয়ে দিলাম, তারপর বাকিদের জানিয়েছি।”
গৌরীর সঙ্গে তার প্রেম নিয়ে আমির খান ‘লগান’ সিনেমার প্রসঙ্গও তোলেন। আমিরের চরিত্র ছিল ‘ভুবন’ আর নায়িকার নাম ছিল ‘গৌরী’। সেই সিনেমার কথা স্মরণ করে আমির বলেন, “এত দিনে ভুবন তার গৌরীকে পেল।” তিনি আরও জানান, ২৫ বছর আগে বেঙ্গালুরুর এই গৌরীর সঙ্গে তার পরিচয় হয়েছিল, এবং অবশেষে সেই পরিচয় পূর্ণতা পেল।
এদিন, আমির তার অভিনীত ‘আকেলে হাম আকেলে তুম’ ছবির জনপ্রিয় গান ‘রাজা কো রানি সে প্যায়ার হো গ্যয়া’ শোনান উপস্থিত সাংবাদিকদের।
প্রেম নিয়ে আমির বলেন, ৬০ বছর বয়সে আবার বিয়ে করা উচিত কি না, তিনি জানেন না। তবে তার ছেলে-মেয়ে খুব খুশি এবং তারা বাবার জীবনের এই নতুন অধ্যায় দেখতে আগ্রহী।