ভারতের বলিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে অভিনয় করেন বিশ্বের অন্যতম ধনী তারকারা। বিশেষ করে অভিনেত্রীদের মধ্যেও আছে এমন বেশকিছু ধনী তারকা। তাদের আয় ও সম্পদের পরিমাণ জানার আগ্রহ নেটিজেনদের মধ্যে বহু পুরনো। সেইসূত্রেই জেনে নেয়া যাক বলিউডে ২০২৫ সালের সেরা ১০ ধনী নারী তারকার নাম।
ভারতের ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস সাইটের প্রতিবেদন অনুযায়ী ভারতের সবচেয়ে ধনী নারী তারকা জুহি চাওলা। সেরা দশের মধ্যে ১০ নাম্বারে আছেন ক্যাটরিনা কাইফ। বাকিদের নাম ও সম্পদের পরিমাণ জেনে নেয়া যাক।
অভিনেত্রীর নাম মোট সম্পদ
১. জুহি চাওলা ₹৪৬০০ কোটি
২. ঐশ্বরিয়া রাই ₹৮৬০ কোটি
৩. প্রিয়াঙ্কা চোপড়া ₹৬৫০ কোটি
৪. আলিয়া ভাট ₹৫৫০ কোটি
৫. দীপিকা পাড়ুকোন ₹৫০০ কোটি
৬. কারিনা কাপুর ₹৪৮৫ কোটি
৭. অনুষ্কা শর্মা ₹২৫৫ কোটি
৮. মাধুরী দীক্ষিত ₹২৫০ কোটি
৯. কাজল ₹২৪০ কোটি
১০. ক্যাটরিনা কাইফ ₹২২৫ কোটি