প্রতি বছরের মত চলতি বছরেও সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনায় ছিল বেশ কিছু ভাইরাল গান। ঢালিউড থেকে বলিউড, তালিকায় ছিল সবাই।
দুষ্টু কোকিল: ঢালিউডের যেই সিনেমা বিশ্বব্যাপী আলোচিত হয়েছিল, শাকিব খানের ‘তুফান’। এই সিনেমার প্রতিটি গানই ছিল সুপারহিট। কিন্তু বিশেষভাবে রেকর্ড পরিমাণ ভাইরাল হয়েছিল শাকিব খান ও মিমি চক্রবর্তীর ‘দুষ্টু কোকিল’ গানটি। মুক্তির ছয়মাসেই গানটি ভিউ ছুঁয়েছে ২২৪ মিলিয়নের ঘর! দিলশাদ নাহার কনা ও আকাশ সেন গাওয়া গানটি নিয়ে নেটিজেনদের এক পক্ষের ‘ড্রিম গার্ল টু’ সিনেমার ‘দিলকা টেলিফোন’ গানের সঙ্গে মিল রয়েছে দুষ্টু কোকিল গানটির।
ইমি ইমি: শ্রেয়া ঘোষাল আর টাইকের গাওয়া ‘ইমি ইমি’ গানটি রীতিমত ঝড় তোলে গানের জগতে। টিকটক, ইউটিব থেকে ইনস্টাগ্রাম রিল সবখানেই বেজেছে গানটি।
আশা কোডা: একটি গান পছন্দ হবার জন্য যে সুরটাই মুখ্য সেই কথার প্রমাণ দিয়েছে সাই অভিয়ানঙ্কর ও সাই স্মৃতির গাওয়া আশা কোডা গানটি। ইউটিউবে গানটি ভিউ ছুঁয়েছে ১৮৫ মিলিয়নের ঘর।
তওবা তওবা: ভিকি কৌশল ও তৃপ্তি ডিমড়ি অভিনীত ‘ব্যাড নিউজ’ সিনেমাটি বক্স অফিস কাঁপাতে ব্যর্থ হলেও, এই সিনেমার তওবা তওবা গান ছিল সুপারহিট। ক্যাটরিনা কাইফের স্বামীও যে নাচে কোনও অংশে কম যায় না তার কড়া উত্তর ছিল গানটি। এই গানে ভিকির হুক স্টেপ মুক্তির পর থেকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল।
মেরে মেহবুব: বছরের একবারে শেষ দিকে বাজিমাত করে রাজকুমার রাও ও তৃপ্তি দিমড়ি অভিনীত ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও’ সিনেমার গান মেরে মেহবুব। অবশ্য এই গানে অভিনেত্রী তৃপ্তির একটি স্টেপের জন্য নেটিজেনদের তোপের মুখে পড়েছিল গানটি কিন্তু তার পরেও ভালোবাসাও কম পায়নি ‘মেরে মেহবুব’।
সেভেন: এই তালিকায় রয়েছে বিটিএস তারকা জাংকুকের ‘সেভেন’ গানটি। নিজের প্রথম সোলো অ্যালবামের এই গান গিয়ে মাত্র তিন মাসেই বিলবোর্ডের ‘হট ১০০’ তালিকায় উঠেছিলেন দক্ষিণ কোরিয়ান ব্যান্ড বিটএসের কনিষ্ঠ সদস্য। ইউটিউবে এখন পর্যন্ত ‘সেভেন’ গানটি ভিউ হয়েছে ৪৬৯ মিলিয়ন!
আজ কি রাত: ২০২৪ ভাইরাল গান নিয়ে কথা হবে আর ‘স্ত্রী টু’ সিনেমার আইটেম সং ‘আজ কি রাত’ গানের কথা আসবে না এমনটা হতেই পারে না। মধুবানতি বাগচী, ডিব্যা কুমার, শচীন জিগারের গানটিতে অভিনেত্রী তামান্না ভাটিয়ার নাচের মুদ্রা রীতিমত ঝড় তুলেছিল অনলাইনে। বিয়ে বা জন্মদিন যেকোনও সেলিব্রেশনে এই বছর বেজেছে ‘আজ কি রাত’। ইউটিবে গানটির ভিউ ছুঁয়েছে ৭০৪ মিলিয়নের ঘর!
লেখা: নূফসাত নাদ্বরুন