Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জুন ৩০, ২০২৪
Your Image

২০২৪ সালের ঈদে আসছে হিমেল-শাকিব-আদনানের ‘রাজকুমার’

হিমেল আশরাফ ও আরশাদ আদনানের সাথে শাকিব খান

শাকিবের ‘রাজকুমার’ সিনেমার পোস্টার প্রকাশ করলেন হিমেল আশরাফ।

২০ আগস্ট ফেসবুকে  পোস্টার শেয়ার করে ২০২৪ সালের ঈদ-উল-ফিতরে ছবিটি মুক্তির কথা ঘোষণা করেন ‘প্রিয়তমা’খ্যাত নির্মাতা।

‘রাজকুমার’-এর পোস্টার ২০২৩ সালের আগস্টে প্রকাশিত হলেও হিমেল আশরাফ ‘রাজকুমার’ নির্মাণের ঘোষণা দেন ২০২২ সালের মার্চ মাসে।

নির্মাণের কথা গণমাধ্যমে আসার পর নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনা কনভেনশন হলে মহরতও  অনুষ্ঠিত হয়  সিনেমাটির। শাকিবের বিপরীতে অভিনয় করার জন্য তখন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে গণমাধ্যমে পরিচয় করিয়ে দেন পরিচালক।

২০২২ সালের  জুলাই মাসে যুক্তরাষ্ট্রে চলচ্চিত্রটির শুটিং শুরুর  কথা থাকলেও পরবর্তীতে  ছবিটি নিয়ে নতুন কোন তথ্য গণমাধ্যমে আসেনি। 

‘প্রিয়তমা’র সাফল্যের পরে এবার ছবিটি সম্পর্কে নতুন আপডেট নিয়ে হাজির হলেন পরিচালক হিমেল আশরাফ।

তবে এইবারের ঘোষণায় পরিচালক, নায়ক একই থাকলেও বদলে গেছে প্রযোজনা প্রতিষ্ঠানের নাম।

শুরুতে  শাকিবের এস কে ফিল্মসের ব্যানারে নির্মাণের কথা থাকলেও এবার  আরশাদ আদনান প্রোডাকশন প্রযোজনা করতে যাচ্ছে শাকিবের ‘রাজকুমার’। প্রযোজনা প্রতিষ্ঠানটির মালিক আরশাদ আদনান ‘প্রিয়তমা’ সিনেমাটির প্রোডাকশনের সাথেও যুক্ত ছিলেন।

তবে কবে শুরু হতে যাচ্ছে,শাকিবের‘প্রিয়তমা’?

শোনা যাচ্ছে, ২০২৩ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে ‘রাজকুমার’ সিনেমাটির। ছবিটি একযোগে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তির পরিকল্পনাও করছেন নির্মাতারা। 

ঈদ-উল-আযহাতে মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বরাবরই মানুষের মন জয় করে নিয়েছে হিমেল-শাকিব-আদনান ‘ত্রয়ী জুটি’। প্রায় ৩৭ কোটি টাকার গ্রস সেল করেছে তাদের ‘প্রিয়তমা’ চলচ্চিত্রটি।

তবে ‘রাজকুমার’ কী পারবে ‘প্রিয়তমা’কে ছাড়াতে? প্রশ্নটির উত্তর খোঁজার  অপেক্ষায় দিন গুনছে তাদের অনুরাগীরা।  

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আশা ভোঁসলের প্রতি সোনু ভক্তিপ্রকাশ করলেন যেভাবে

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের পা ধুয়ে দিয়ে সম্প্রতি সম্মান প্রদর্শন করেছেন গায়ক সোনু নিগাম। মুহূর্তের…

ভিকির পরিচালনায় আসছে রহস্যময় নাদিয়া-ফারিণ

দীর্ঘদিন পরে ওটিটি প্ল্যাটফরম বিঞ্জ-তে শর্টফিল্ম নিয়ে ফিরছেন নির্মাতা ভিকি জাহেদ। ‘একটি খোলা জানালা’ শিরোনামের…
0
Share