Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, অক্টোবর ১, ২০২৫

১৫ কোটি পেরিয়ে দেব ও শুভশ্রীর ‘ধূমকেতু’

১৫ কোটি পেরিয়ে দেব ও শুভশ্রীর ‘ধূমকেতু’

১৫ কোটি পেরিয়ে দেব ও শুভশ্রীর ‘ধূমকেতু’

১০ বছর পর মুক্তি পেয়েছে দেব ও শুভশ্রী জুটির সিনেমা ‘ধূমকেতু’। দেব ও শুভশ্রী জুটির কামব্যাক বেশ ভালোই সাড়া ফেলেছে প্রেক্ষাগৃহে। ১৪ আগস্ট মুক্তি পাওয়া এ ছবি মুক্তির আগে থেকেই অ্যাডভান্স বুকিং ছিল চোখে পড়ার মতো। প্রথম দিনে প্রায় ২ কোটির বেশি আয় হয়েছিল। ১৫ কোটি পেরিয়ে দেব ও শুভশ্রীর ‘ধূমকেতু’ । সিনেমাটি দর্শক ও সমালোচকদের মধ্যে তুমুল আলোচিত, ভিউ ক্রমবর্ধমান, এবং বাংলা সিনেমার জন্য বড় সাফল্য ।

দর্শক ও সমালোচকের প্রশংসা

ছবিটি মুক্তির পর দর্শক এবং সমালোচকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রায় চার দিনে ১০ কোটির বেশি আয় ঘরে তুলেছে ‘ধূমকেতু’। প্রযোজক রানা সরকার সোশ্যাল মিডিয়ায় এই আয়ের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, ন্যাশনাল মাল্টিপ্লেক্সের ২৩টি হলে এবং অন্যান্য ডাবল স্ক্রিন ও সিঙ্গল স্ক্রিন মিলিয়ে মোট শো সংখ্যা ৪৭৩টি ছিল। বিশেষ কারণে হিন্দি ছবি না চলায় শো সংখ্যা বেড়ে ৫৫৬টি হয়েছে।

প্রথম সপ্তাহের বক্স অফিস রেকর্ড

রানা সরকার জানান,

“ধূমকেতুর প্রথম সপ্তাহের আয় হয়েছে ১৫.২৪ কোটি টাকা, যা বাংলা ছবির ইতিহাসে সবচেয়ে বেশি। ন্যাশনাল মাল্টিপ্লেক্স ও নন-মাল্টিপ্লেক্স হলের তুলনায় এই ছবির কালেকশন সবকিছু ভেঙে দিয়েছে।”

তিনি আরও বলেন, বাকি ১৩৪টি নন-মাল্টিপ্লেক্স এবং সিঙ্গল স্ক্রিনের আয় অনুমান করা কঠিন। কারণ, ইতিহাস যখন তৈরি হয়, তখন কোন ফর্মুলা বা হিসেব মেনে তৈরি হয় না।

সরকারের সহযোগিতা ও দর্শকের আশীর্বাদ

রানা সরকার প্রমাণ করেছেন যে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশনা ও মুখ্যমন্ত্রীর সমর্থন বাংলা সিনেমাকে শো দেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে। তিনি লিখেছেন,

“দর্শকের আশীর্বাদেই ‘ধূমকেতু’ ইতিহাস তৈরি করেছে। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে অনেকগুণ এগিয়ে নিয়ে গেছে।”

আগামী সিনেমা এবং দর্শকের জন্য বার্তা

রানা সরকার আরও উল্লেখ করেছেন,

“যারা এখনও বক্স অফিস অঙ্ক মেলাতে পারছেন না, তাদের জন্য বলি—‘অঙ্ক কী কঠিন’ সিনেমাটি দেখুন, মন শান্ত হবে।”

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আপন ভাইয়ের সাথে ছবি দিয়ে বিপদে কেয়া পায়েল    

বিপাকে পড়েছেন কেয়া পায়েল দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ…

আহত-নিহতদের ক্ষতিপূরণ দিচ্ছেন থালাপতি বিজয়

তামিলাগা ভেটরি কাজাগাম অতীত জীবনে থালাপতি বিজয় এত বড় বিপর্যয়ের মুখোমুখি কখনোই হয়নি। অভিনয় থেকে রাজনীতিতে পা…

‘বান্ধব’ ছবির গল্প চুরির অভিযোগ অস্বীকার নির্মাতার

চুরির দায়ে অভিযুক্ত হয়েছে ‘বান্ধব’ আগামী ৩ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সুজন বড়ুয়া পরিচালিত…
Exit mobile version