শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হতে যাচ্ছে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’।
১৩ জুলাই ম্যাড থেটার প্রযোজিত নাটকটি শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে।
১৯২৪ সালে পেরু সরকার স্বাধীনতার শতবর্ষ উপলক্ষে আমন্ত্রণ জানায় রবীন্দ্রনাথ ঠাকুরকে। পেরুর উদ্দেশে রওনা দিলেও সেখানে না যেয়ে রবীন্দ্রনাথ পৌঁছে যান আর্জেন্টিনায়। সেখানে রবীন্দ্রনাথের সাথে দেখা হয় সাহিত্যিক ভিক্টোরিয়া ওকাম্পোর। তাদের সাক্ষাৎ পূর্বপরিকল্পিত না হলেও রিও ডেলা প্লাটা নদীর কাছে ভিক্টোরিয়ার সাথে স্মৃতিময় কিছুদিন কাটান রবীন্দ্রনাথ ঠাকুর । শহর থেকে কিছু দূরে, নদীর পাড়ের একটি সাদা বাড়িতে ভিক্টোরিয়ার সাথে রবি ঠাকুরের কাটানো সেই দিনগুলোর উপর ভিত্তি করেই লেখা হয়েছে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ ।
মঞ্চ নাটকটিতে রবীন্দ্রনাথ চরিত্রে অভিনয় করেছেন আসাদুল ইসলাম ও ভিক্টোরিয়া চরিত্রে আছেন সোনিয়া হাসান। নাটকটির রচনা, নির্দেশনা ও পরিকল্পনা করেছেন ম্যাড থেটারের প্রধান পরিচালক আসাদুল ইসলাম।