Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

১০ বছর পর মুক্তি পেল দেব ও শুভশ্রীর ‘ধূমকেতু’

অনেক আগে নির্মিত হলেও নানা কারণে আটকে ছিল ছবিটি। অবশেষে প্রায় দীর্ঘ ১০ বছর পর সব মুক্তি পেয়েছে আজ সিনেমাটি। ‘ধূমকেতু’ কলকাতায় ‘ওয়ার ২’ ও ‘কুলি’র মতো সিনেমাকেও পেছনে ফেলে দিয়েছে। এমনকি সিনেমার প্রথম প্রদর্শনী চলেছে গতকাল রাত দুইটায়, আজ শুরু হয়েছে সকাল সাতটায়। অনেক দিন পর কলকাতার কোনো সিনেমা সকাল মধ্যরাত আর সকাল সাতটায় শো পেল। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সকাল সাতটার শো–ও হাউসফুল গেছে।
টিকিটের চাহিদা এতটাই বেশি যে শো টাইম বাড়াতে হচ্ছে হলমালিকদের। শুধু তা–ই নয়, সকাল সাতটাতেও শো দেওয়া হয়েছে। আর সেখানেই ম্যাজিক দেখিয়েছে ‘ধূমকেতু’। সেই শোতেও প্রথম দিনেই হাউসফুল হয়ে নতুন রেকর্ড গড়েছে।

ছবিটি নিয়ে আগেই থেকেই আগ্রহ ছিল দর্শকের, উত্তেজনার পারদ আরও চড়িয়েছে ‘ধূমকেতু’র ট্রেলার মুক্তি অনুষ্ঠান। সেখানেও প্রায় ১০ বছর পর নিজেদের মধ্যে থাকা সব মান-অভিমান শেষে একসঙ্গে, এক মঞ্চে এসে হাজির হন দেব-শুভশ্রী। একসঙ্গে নাচেন, আড্ডা দেন। ছবি মুক্তির আগের রাতে বুধবার রাত পৌনে একটায় অভিনেতা দেব তার এক্স হ্যান্ডলে দর্শকদের অনুরোধ করেন, ‘দয়া করে সিনেমার কোনো স্পয়লার বা কোনো রকম ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না।’

এর আগে বুধবারই দেব ও শুভশ্রী নৈহাটির বড় মার মন্দিরে গিয়ে ছবির সাফল্য কামনায় পূজা দেন। লাল পাঞ্জাবি ও সাদা পায়জামায় সেজেছিলেন ‘ধূমকেতু’র নায়ক, সঙ্গে একই রঙের শাড়ি ও সোনার গয়নায় সেজেছিলেন শুভশ্রী।

‘ওয়ার ২’, ‘কুলি’র মতো বহুল প্রতীক্ষিত দুই সিনেমা থাকলেও কলকাতার দর্শকের আগ্রহ ‘ধূমকেতু’ নিয়েই। কিন্তু এসবের থেকেও বাঙালির আজকের আগ্রহ কিন্তু ধূমকেতুকে নিয়েই। মুক্তির পর ছবিটি কেমন ব্যবসা করে সেটাই এখন দেখার

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বেজবাবা সুমনের সিনেমায় সিয়াম-নাজিফা তুষি জুটি  

‘হাওয়া’খ্যাত নায়িকা নাজিফা তুষি বহুদিন ধরেই পর্দার আড়ালে। মেজবাউর রহমান সুমন পরিচালিত হাওয়া সিনেমায় বাজিমাত…

ঈদে আসছে শাকিবখানের ‘প্রিন্স’ আর সিয়ামের ‘রাক্ষস’  

আসন্ন ঈদের সিনেমা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে।কয়টি সিনেমা আসবে, নাম ঘোষণা থেকে শুরু করে কারা হচ্ছেন…
0
Share