সংগীতশিল্পী প্রিন্স মাহমুদ সম্প্রতি ভারতের অভিনেত্রী ও ক্ষমতাসীন বিজেপির নেত্রী হেমা মালিনীর উদ্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খোলা চিঠি পোস্ট করেছেন। যেখানে তিনি হেমার সাম্প্রতিক একটি মন্তব্য নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ইতিমধ্যেই বিষয়টি নেট দুনিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
মূলত ভারতের লোকসভায় হেমা বাংলাদেশে ধর্মীয় পরিস্থিতি ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করেন। পাশাপাশি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার ইস্যুতে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তার ভাষ্যমতে, সাম্প্রদায়িক সহিংসতা বেড়ে যাওয়ায় বাংলাদেশের পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে।
হেমার এমন মন্তব্যের পর প্রিন্স মাহমুদ তার অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে খোলা চিঠিটি প্রকাশ করেন। যেখানে তিনি হেমাকে নিয়ে তীব্র সমালোচনা করেন।
প্রিন্স তার চিঠিতে লেখেন, ‘প্রিয় হেমা মালিনী জি, এ পৃথিবীতে আসার পর থেকেই আমি আপনার সিনেমা দেখছি এবং সেই থেকে আপনার ফ্যান হয়ে গেছি। আমি সেই সময়ের কথা বলছি যখন আমি কোনো স্কুলে ভর্তি হইনি, ‘শোলে’ ও ‘আন্দাজ’ সিনেমার দিনগুলোর কথা। আপনাকে সবসময় একজন শিল্পী হিসেবে ভালোবাসতাম কিন্তু আপনার এই দানবীয় দিকটি সম্পর্কে জানতাম না। যে নোংরা প্রোপাগান্ডিস্ট দিকটা আপনি এখন দেখাচ্ছেন।’
ছোটবেলার আইকনের ওপর আরও ক্ষোভ প্রকাশ করে প্রিন্স মাহমুদ যোগ করেন, ‘শুধুমাত্র এজেন্ডার জন্য আপনি এমন নোংরা মানসিকতার পরিচয় দিচ্ছেন। আপনি কি শিল্পী নন? শিল্পীদের কি প্রথমে মানুষ হিসেবে ভালো হওয়ার কথা নয়? কোথায় মানবতা? আমি এখন একটি বাচ্চার মতো অনুভব করছি, যার স্বপ্ন তার আইডল ভেঙ্গে দিয়েছে। রাজনীতি কি আপনাকে এত নিচে নামিয়ে দিল? মানুষের ভালোবাসা এভাবে হারানো কি আসলেই লাভ? আমি তা মনে করি না।’
সবশেষে প্রিন্স হেমাকে প্রশ্ন করেন, গত ১৬ বছরে সংঘটিত নৃশংসতা বা জুলাইয়ের গণহত্যার সময় তিনি ঘুমিয়ে ছিলেন কিনা! এছাড়া না জেনেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে টার্গেট করে কথা বললে হেমার রাজনীতির যাত্রা বেশি দূর এগোবে না বলেও মন্তব্য করেন প্রিন্স মাহমুদ।
হেমা মালিনীর প্রতি প্রিন্সের এমন ক্ষোভ প্রকাশের ঘটনাটি অনেকের মনেই প্রশ্ন জাগাচ্ছে, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিতর্ক এরপর মোড় নেবে কোন দিকে?