স্কুল ইউনিফর্ম পড়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাচ্চাদের সাথে ক্লাস করছেন অভিনেতা অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। ৪ জুলাই হঠাৎ এমন বেসে কেন ধরা দিলেন অভিনেতা?
মূলত ৪ জুলাই, বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন অভিনেতা ডিপজল যেখানে দেখা যায়, একটি স্কুলের ক্লাসরুমে শিশুদেরকে পড়াচ্ছেন শিক্ষিকা। এ সময় গায়ে ইউনিফর্ম, কাঁধে ব্যাগ ঝুলিয়ে হন হন করে ক্লাসরুমে প্রবেশ করেন ডিপজল এবং সাথে সাথেই বেঞ্চে বসে পড়েন। ডিপজলকে এভাবে ক্লাসে প্রবেশ করতে দেখে তাকে শিক্ষাদানে অপারগতা প্রকাশ করেন শিক্ষিকা। বোঝাতে চাইলেন, যিনি গুন্ডামি, মাস্তানির সঙ্গে জড়িত, তাকে দিয়ে পড়াশোনা করানো সম্ভব নয়। এরপর অনেক আকুতি-মিনতি করেন ডিপজল। বললেন, তিনি শিক্ষিত হতে চান, সে জন্য ক্লাসে আসা। কিন্তু এরপরও ক্লাসরুমে ঠাঁই হয়নি তার। ভিডিওর ক্যাপশনে আবার লিখেছেন, ‘আমি শিক্ষিত হতে চাই আবুল।’
বিষয়টিতে রীতিমতো বিস্মিত হয়েছেন নেটিজেনরা। তবে এটি অভিনেতার বাস্তব জীবন নয় বরং তার ‘অমানুষ হল মানুষ’ সিনেমার একটি দৃশ্য। এই ভিডিও-তে ডিপজলকে দেখে হাসিঠাট্টা করলেও অভিনেতার প্রশংসাও করেছেন নেটিজেনদের অনেকেই।
উল্লেখ্য, ঢাকাই সিনেমার ‘মুভিলর্ড’খ্যাত অভিনেতা ডিপজল চলতি বছরেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এক সময়ের ঢালিউড সিনেমার পরিচিত খলনায়ক বর্তমানে অনেকটাই দূরে রয়েছেন সিনেমা থেকে।