সম্প্রতি রাজশাহী-১ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবেও মনোনয়ন বাতিল হয় অভিনেত্রী মাহিয়া মাহির। কিন্তু থেমে থাকবেন না তিনি, পুনরায় আপিল করবেন বলে জানিয়েছেন অভিনেত্রী।
৩ ডিসেম্বর দুপুরে মাহি নিজের ফেসবুকে একটি ভিডিও বার্তায় বলেন, “আমাদের সংগৃহীত ভোটারদের সাইন নিয়ে নাকি সমস্যা হয়েছে। এই নিয়ে একটা অভিযোগ উঠেছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার সময় নির্বাচনীয় এলাকার ১ শতাংশ ভোটারে সাইন লাগে। সেই সাইন নাকি জালিয়াতি করে জামা দিয়েছি। আমার কাছে প্রতিটি সাইন যে অথেনটিক, তার প্রমাণ আছে। আমার মনোনয়নপত্রে অন্য কোনো সমস্যার কথা জানতে পারিনি।”
নিজের পরবর্তী পদক্ষেপ নিয়ে অভিনেত্রী জানান, “যেহেতু আমার কাছে অথেনটিক সাইনের প্রমাণ আছে, সেই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি পুনরায় আপিল করব। আমি হয়তো ৫ তারিখে আপিল করব। আমার বিশ্বাস, এরপর আপিল বিভাগ আমার প্রার্থীতা আমাকে ফিরিয়ে দিবেন।”
উল্লেখ্য, এবারের দ্বাদশ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি। পরে সেই আসন থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে রাজশাহী-১ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন তিনি।