Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

সোহানের মৃত্যুতে তারকাদের সোশ্যাল হ্যান্ডেলে শোক

সোহানুর রহমান সোহান

সোহানুর রহমান সোহানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে। ১৩ সেপ্টেম্বর প্রিয় পরিচালকের মৃত্যুর পর নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ব্যবহার করে শোক প্রকাশ করেছেন শোবিজের তারকারা ।

কে কী লিখেছেন প্রিয় নির্মাতার প্রয়াণে?

১. নির্মাতা চয়নিকা চৌধুরী নিজের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন,”চয়নিকা,তুমি কিন্তু দারুণ সিনেমা বানাইছো।আরো ভালো কাজ করো এই দোয়া।”এটাই শেষ কথা তাঁর সাথে আমার।চয়নিকা তার ফেসবুক পোস্টটিতে আরও লেখেন,”চলচ্চিত্র এ একজন অভিভাবক চলে গেলো।আহারে!!!!পরপারে ভালো থাকবেন।শ্রদ্ধা আর প্রনাম আর প্রার্থনা।বিদায় সোহান ভাই”

২. পরিচালকের ‘অনন্ত ভালোবাসা’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হওয়া চিত্রনায়ক শাকিব খান তার ফেসবুকে লিখেছেন, ”এই তো কয়েকদিন আগেও সোহান ভাইয়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হচ্ছিল। বলছিলেন, তিনি অসুস্থ, উন্নত চিকিৎসা নিতে জাপান যাবেন। কিন্তু আজ সন্ধ্যায় হঠাৎ করে খবরটি পেয়ে আঁতকে উঠলাম! জানলাম, ভাবীর মৃত্যুর একদিন পরেই সোহান ভাইও পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

৩. অভিনেতা আরিফিন শুভ তার অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন,”আপনি বেঁচে থাকবেন আজীবন আমাদের হৃদয়ে। যেখানেই থাকুন ভালো থাকুন… “
৪. পরিচালকের সাথে একবার দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়ার ঘটনা উল্লেখ করে জ্যোতিকা জ্যোতি ফেসবুকে লেখেন, “সেদিন আমি আর সোহান ভাই হয়তো একই ঘটনা/দুর্ঘটনায় মারা যেতেও পারতাম,কিন্তু বেঁচে গিয়েছিলাম।ঘটনাটি প্রায়ই মনে পড়ে আমার,আজ বলে হালকা হলাম।আর আজ তিনি চলেও গেলেন! এর জন্য মোটেও প্রস্তুত ছিলামনা! যেখানেই থাকেন তিনি যেন ভালো থাকেন।এত মৃত্যু চারদিকে…পরিচিতজনদের!!! জানিনা কবে আমার সিরিয়াল! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”

৫. ঢাকাই সিনেমার আরেক পরিচিত মুখ মিশা সওদাগর নিজের ফেসবুকে লেখেন, ‘‘গুণী চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান আর নেই। গতকাল তাঁর সহধর্মিণী মারা গেছেন। ২৪ ঘণ্টার ব্যবধানে আজ চলে গেলেন তিনি। শোক ও শ্রদ্ধা। জীবন খুবই অদ্ভুত।’’

৬. অভিনেত্রী ইয়ামিন হক ববি ফেসবুকে লেখেন, “ঢাকাই চলচ্চিত্রের অনেক কালজয়ী সিনেমার পরিচালক ছিলেন সোহান ভাই। তার নির্মিত ‘বিশ্বাস অবিশ্বাস’,‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রে চিরদিন থেকে যাবে। তার অবদান কোনোদিনই ভুলতে পারবোনা আমরা। যেখানেই থাকেন ভালো থাকেন সোহান ভাই। ভালোবাসা শ্রদ্ধা”

৭. এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন,”সোহান সাহেবকে আল্লাহ জান্নাত নসিব করুন।১৬ ঘণ্টার ডিফারেন্সে দুইজনের মৃত্যু চিন্তাও করা যায় না।আল্লাহ তাদের মাফ করুন,অনেক বড় মাপের পরিচালক ছিলেন, আমার সৌভাগ্য তার দুটি ছবি করেছিলাম।”

৮. চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন লিখেছেন, ‘আমার চলচ্চিত্রের শিক্ষক বরেণ্য নির্মাতা সোহানুর রহমান সোহান স্যার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।’

৯.নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক তার ফেসবুকে লিখেছেন,”কী অদ্ভুত জীবন মৃত্যুর খেলা!

স্ত্রী বিয়োগের চব্বিশ ঘণ্টা না পেরোতেই পরপারে চলে গেলেন, সবার প্রিয় পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি, সোহানুর রহমান সোহান স্যার। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মহান মালিক তার আত্মা কে শান্তি প্রদান করুন। আমিন।”

১০ বিজরী বরকতুল্লাহ ফেসবুকে লেখেন,”তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আমিন।”

১১ সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল লেখেন,”বিশ্বাস করতে কষ্ট হচ্ছে সোহান ভাই আর নেই ।আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুক আমিন ।”

১২. চলচ্চিত্র পরিচালক দীপঙ্কর দীপন সোহানুর রহমান সোহান সম্পর্কে ফেসবুকে লেখেন, ‘‘আমার বলার কোনো ভাষা নাই। আমি অভিভাবক হারালাম। সোহান ভাই আমার আশ্রয় ছিলেন।’’

১৩. চিত্রনাট্যকার আব্দুল্লাহ জহির বাবু লিখেছেন, ‘‘গতকাল ওনার স্ত্রী, আর আজকে উনি চলে গেলেন। এভাবে সোহান ভাইকে হারাবো কোনো দিন কল্পনাও করিনি। কী বলবো, বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আল্লাহ তাআলা তাকে তার সমস্ত জাগতিক ভুল ত্রুটি ক্ষমা করে দিন। তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। এই দেশবাসী আপনাকে মনে রাখবে আপনার কর্মের মাধ্যমে।”

১৪. নির্মাতা খিজির হায়াত খান ফেসবুকে লেখেন, ‘ওপারে ভালো থাকবেন সোহান ভাই। আল্লাহ আপনার পরিবারকে এই কঠিন শোক সইবার শক্তি দিক। আমিন।’

১৫. অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ লিখেছেন, ‘‘জনপ্রিয় নির্মাতা সোহানুর রহমান সোহান চলে গেলেন। মাত্র ২৪ ঘণ্টা আগে মারা গেছেন তার স্ত্রী। জীবন কী অদ্ভুত সুন্দর আর ধাঁধায় ঘেরা! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…।’’

১৬. চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু তার ফেসবুকে লেখেন, “সোহান ভাই ও ভাবীর আত্মার মাগফিরাত কামনা করছি।”

এছাড়াও সোহানুর রহমান সোহানের মৃত্যুর খবরে  চিত্রনায়িকা কেয়া, জাহারা মিতু, নির্মাতা কাজি হায়াৎ , ছটকু আহমেদ, সাইমন সাদিক, অভিনেত্রী মৌসুমী, শাবনূর, নিপুণ আক্তার, তমা মির্জা, দেলোয়ার জাহান ঝন্টু, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু, চিত্রনায়িকা অরুণা বিশ্বাস, চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা, পূজা চেরী,  সাদিয়া মির্জা,  চিত্রনায়ক ইমন, মনিরা আক্তার মিঠু, ছোট পর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, শাহেদ আলী, রওনক হাসান, জামিল হোসাইন, সঙ্গীত শিল্পী দিনাত জাহান মুন্নীসহ অনেকেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শোকবার্তা লেখেন।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এবার ওটিটিতে ‘শরতের জবা’

প্রেক্ষাগৃহে মুক্তির দীর্ঘ দুই মাস পর এবার ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে কুসুম সিকদার পরিচালিত…
0
Share