Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মে ২৫, ২০২৫

সোনালকে- শাকিবকে নিয়েই অনন্য মামুনের ‘দরদ’

‘দরদ’ সিনেমার শুটিংয়ের প্রথমদিনে শাকিব খানের সাথে অনন্য মামুন

বলিউড অভিনেত্রী সোনাল চৌহানকে নিয়েই ‘দরদ’ ছবির শুট শুরু করেছেন অনন্য মামুন।

৯ অক্টোবর নিজের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেলের মাধ্যমে প্যান ইন্ডিয়ান ফিল্মটির শুটিং শুরু হওয়ার ঘোষণা দেন ‘নবাব এল এল বি’ খ্যাত পরিচালক।

এর আগে ৬ অক্টোবর নিজের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেলের মাধ্যমে  ছবিটির সাথে জড়িত তারকাদের নাম প্রকাশ করেন নির্মাতা ।  শাকিব খান তো তার মাঝে আছেই। এছাড়াও ছবির সাথে যুক্ত তারকারা হলেন বাংলাদেশের  মিশা সওদাগর, লুৎফর রহমান জর্জ, এলিনা শাম্মী, ইমতু রাতিশ ও রিও; পশ্চিমবঙ্গের পায়েল সরকার ও দেবচন্দ্রিমা রায় এবং বলিউডের সোনাল চৌহান ও রাজেশ শর্মা।

পরিচালক আরও জানান, সাইকো থ্রিলার ধাঁচের সিনেমাটিতে পুলিশের ভূমিকায়  পায়েল সরকার ও মডেলের ভূমিকায়  ‘সাঁঝের বাতি’খ্যাত দেবচন্দ্রিমা রায়কে বড় পর্দায় দেখতে পাবে দর্শক।

বাংলা, হিন্দি, তামিল, তেলুগু ও  মালায়ালম  ভাষায় নির্মিত চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কান ২০২৫ এ সেরা চলচ্চিত্র “ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট”

৭৮ তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার “পাম ডি’অর” জিতেছে প্রতিশোধমূলক থ্রিলার…
Exit mobile version