তৃতীয়বারের মত জাতীয় পুরস্কার জিতলেন চঞ্চল চৌধুরী। কিন্তু দেশে উদযাপন না করেই লন্ডনে উড়াল দিলেন এই অভিনেতা। লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে সৃজিত মুখার্জি পরিচালিত ‘পদাতিক’র প্রিমিয়ারের জন্যই এই যাত্রা।
উপমহাদেশের অন্যতম সেরা চলচ্চিত্রকার মৃণাল সেনের জীবন অবলম্বনে তৈরি ‘পদাতিক’। মূল চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরী। ১লা নভেম্বর সকালে সৃজিতের সাথে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, সৃজিত’দার সঙ্গে ‘পদাতিক’-এর অনেক বড় একটা সফর…। লন্ডন যাত্রা, উদ্দেশ্য একটি চলচ্চিত্র উৎসবে ‘পদাতিক’-এর প্রথম প্রদর্শনী।
মৃণাল সেন চলচ্চিত্র জগতের একজন দিকপাল। শ্রেষ্ঠতম একজন পরিচালকের চরিত্রে অভিনয় করা মানে একটা ইতিহাসের অংশ হয়ে থাকা। এমন একটি চরিত্রে প্রথমবার নিজেকে পর্দায় দেখতে আগ্রহের শেষ নেই চঞ্চলের। তাইতো সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পাওয়ার উদযাপনকেও পিছিয়েছেন এই অভিনেতা।
উল্লেখ্য, মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’য় চানমাঝি চরিত্রে অভিনয়ের জন্য এবার জাতীয় পুরস্কার পেলেন চঞ্চল। এর আগে মনপুরা (২০১১) ও আয়নাবাজি (২০১৮) ছবিতে অভিনয় করে জাতীয় পুরস্কার অর্জন করেন এই অভিনেতা।