Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ১০, ২০২৫

সুক্ষ্ণ যুদ্ধে চিত্রনায়িকা অপু-বুবলী

ফেসবুকে পোস্ট দিয়ে আবারো আলোচনায় ঢালীউডের জনপ্রিয় দুই অভিনেত্রী শবনম বুবলী ও অপু বিশ্বাস। দুজনেই তাদের অস্তিত্বের জন্য লড়াই করে যাচ্ছেন। এই অস্তিত্ব সংগ্রামে প্রায়ই মুখোমুখি হয়ে যাচ্ছেন দুজন যদিও তা কেবলই অন্তর্জালে।  

গত ৯ মার্চ রবিবারে শবনম বুবলী ফেসবুকে একটি রিলস ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়, শাকিব-বুবলীর ছেলে শেহজাদ পেনসিল দিয়ে খাতায় মা–বাবার ও নিজের নাম লিখছে।

অপু বিশ্বাস | ছবি: ফেসবুক

ক্যাপশনে বুবলী লেখেন, ‘বাপজানের প্রথম হাতের লেখা। সবাই দোয়া করবেন আমাদের শেহজাদ বাবার জন্য।‘ ছোট্ট শেহজাদের হাতের লেখা দেখে নেটিজেনদের অনেকে প্রশংসাও করছেন।

বুবলীর এমন পোস্টের কয়েক ঘণ্টা পর অপু বিশ্বাস ফেসবুকে একটি পোস্ট দেন, যাতে লেখা ছিল, ‘এক মা তার মৃত্যুর মুখে ঢলে পড়া সন্তানের জন্য হাহাকার করে মরছে। আরেক মায়ের আদিখ্যেতা উপচে পড়ছে।‘ অপু বিশ্বাসের এমন পোস্টে নেটিজেনদের মধ্যে উভয় প্রতিক্রিয়া দেখা গেছে।  

নেটিজেনদের ভাষ্য, অপু বিশ্বাস তার পোস্টে দুজন মায়ের কথা বলেছেন। একজন মাগুরায় ধর্ষণের শিকার শিশুকন্যাটির মা, অন্যজন শেহজাদের মা (বুবলী)।

এদিকে দুই নায়িকার ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, হঠাৎ করে বুবলীর এমন রিলস ভিডিও পোস্ট করার পেছনেও একটি কারণ আছে। কারণ অপু বিশ্বাসের একটি সংবাদ গতকাল সকালে প্রকাশিত হয়, যেখানে তিনি বলেছেন, ‘আমার কাছে শাকিবই হচ্ছে শাহরুখ খান। অপুর ঘনিষ্ঠজনদের মতে, শাকিব খানও যে বুবলীর অনেক বেশি আপন, তা কৌশলে বোঝাতে সন্তানকে নিয়ে তেমন একটি ভিডিও প্রকাশ করেছেন বুবলী।

ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘বরবাদ’। এই ছবির টিজার প্রকাশিত হয়েছে। ছবির টিজার দেখার অভিজ্ঞতা জানাতে গিয়ে গতকাল সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্যে অপু বলেছেন, ‘ছবিটি প্রেক্ষাগৃহে দেখার ইচ্ছা আছে। সিনেমাটির টিজার দুর্দান্ত লেগেছে। দেখার পর ফেসবুক পেজ থেকে আমিই প্রথম শেয়ার করেছি।’  

কথা প্রসঙ্গে অপু এও বলেন, ‘আমি তো অনেকের মতো ব্যাখ্যা করতে পারি না, মুখের কথাও ছিনিয়ে আনতে পারি না। ব্যাখ্যা আমার কাছে ভীষণ হাস্যকর লাগে। মিথ্যা কথা বলা, মিথ্যা তথ্য দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।‘  ট্রেলার দেখার পর শাকিব খানকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘শাকিব খানের বিষয়টি এখন এমন হয়ে গেছে যে আগে বলতাম আমি শাহরুখ খানের ভীষণ ফ্যান। এখন তো আমার ঘরেই শাহরুখ খান আছে, আমি এখন তারও ফ্যান। আমার কাছে শাকিবই শাহরুখ খান।’ শবনম বুবলীর ঘনিষ্ঠজনের মতে, অপুর মুখে শাকিবকে নিয়ে এমন প্রশংসাসূচক কথা প্রকাশ্যে আসার পর সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে বুবলী এমন একটি রিলস ভিডিও বানিয়েছেন।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাকিবের বরবাদের পরের সিনেমায় থাকবে হলিউড স্টার

‘বরবাদ’ সিনেমার টিজার মুক্তির পর থেকে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে শাকিব খান। এবার জানা গেল, এই সিনেমার প্রযোজক…

১২ মার্চ মুক্তি পাচ্ছে ক্রসফায়ার-বন্দুকযুদ্ধ নিয়ে রায়হান রাফির ‘আমলনামা’

রায়হান রাফী পরিচালিত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা ‘আমলনামা’ ১২ মার্চ দিবাগত রাত ১২টা ১ মিনিটে অর্থাৎ ১৩…

ভারতের প্রথম এআই পরিচালিত সিনেমা নাইশা-র ট্রেলার উন্মুক্ত

ভারতের প্রথম এআই-চালিত সিনেমা নাইশা-র ট্রেলার মুক্তি পেয়েছে। ২০২৫ সালের মে মাসে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি…
0
Share