সিনেমায় নিজ কণ্ঠেও গান গেয়েছেন সালমান শাহ
আজ (৬ সেপ্টেম্বর) ঢালিউডের অমর নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের এই দিনে না ফেরার দেশে চলে গিয়েছিলেন তিনি। প্রায় তিন দশক পেরিয়ে গেলেও তাঁর জনপ্রিয়তা যেন আরও বাড়ছে। সিনেমার পর্দায় তিনি ছিলেন সুপারস্টার, আর মঞ্চের বাইরে সংগীতেও তাঁর গভীর আগ্রহ ছিল—যা অনেকেই জানেন না। সিনেমায় নিজ কণ্ঠেও গান গেয়েছেন সালমান শাহ । অভিনয়ের পাশাপাশি সংগীতেও ছিল তাঁর গভীর টান। ভক্তদের কাছে আজও তাঁর গান ও অভিনয় সমানভাবে আলোচনার বিষয়।
ছোটবেলা থেকেই সংগীতে আগ্রহ
স্কুলজীবন থেকেই সংগীতচর্চা শুরু করেছিলেন সালমান। ১৯৮২ সালে বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘ছোট্ট খবর’-এ গান গেয়ে পরিচিতি পান। পরে নাটক ও অভিনয়ে যুক্ত হলেও সংগীতের প্রতি ভালোবাসা কখনো কমেনি।
১৯৮৫ সালে তিনি প্রথম অভিনয় করেন ‘আকাশ ছোঁয়া’ নাটকে। এরপর একে একে ‘দেয়াল’, ‘সব পাখি ঘরে ফিরে’, ‘সৈকতে সারস’-এর মতো নাটকে অভিনয় করেন। এই সময়ও তিনি গানের সঙ্গেই ছিলেন।
নাটকে গান গাওয়া
১৯৯৪ সালে ধারাবাহিক নাটক ‘ইতিকথা’-তে এক সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করেন সালমান শাহ। সেখানে গিটার হাতে তাঁকে গান গাইতে দেখা যায়। এমনকি মার্কিন সংগীতশিল্পী পল রবসনকে নিজের গুরু হিসেবে উল্লেখ করেছিলেন নাটকের সংলাপে। এতে বোঝা যায়, সংগীত তাঁর কাছে শুধু শখ নয়, গভীর অনুরাগও ছিল।
সিনেমায় গান গাওয়া
সিনেমার সেটেও সময় পেলেই গান গাইতেন সালমান। একবার ‘প্রেম যুদ্ধ’ ছবির শুটিংয়ের সময় গুনগুন করতে শুনে পরিচালক জীবন রহমান মুগ্ধ হন। মজা করে সালমান তাঁকে বলেন, “আপনার সিনেমায় প্লেব্যাক করান।”
মজার সেই আলাপই পরিণত হয় বাস্তবে। সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল এর সহযোগিতায় তৈরি হয় গান—
‘তুমি আমার জীবনের এক স্বপ্ন যেন’।
মাত্র দুই ঘণ্টায় রেকর্ডিং শেষ করেন সালমান শাহ। কণ্ঠে ছিলেন কনকচাঁপাও। যদিও সুর নেওয়া হয়েছিল কুমার শানুর জনপ্রিয় গান ‘এক লাড়কি কো দেখা তো’ থেকে, তবু সালমানের কণ্ঠ ও জনপ্রিয়তার কারণে গানটি দর্শক-শ্রোতার কাছে ব্যাপক সাড়া ফেলে।
পরিচালক জীবন রহমান পরবর্তী সিনেমাতেও সালমানের কণ্ঠে গান রাখার পরিকল্পনা করেছিলেন, কিন্তু সালমানের অকাল মৃত্যু সেই পরিকল্পনা আর পূরণ হতে দেয়নি।
ইউটিউবে পাওয়া যায় সালমানের গান
বর্তমানে ইউটিউবে ‘রজনীগন্ধা’ শিরোনামের আরেকটি গান শোনা যায়, যা সালমান শাহর কণ্ঠে গাওয়া। ধারণা করা হয়, এটি একটি নির্মাণাধীন সিনেমার জন্য রেকর্ড করা হয়েছিল, যা পরে শেষ হয়নি।
সালমান শাহ: শুধু নায়ক নন, বহুমুখী প্রতিভা
সালমান শাহ ছিলেন ঢালিউডের গেম চেঞ্জার নায়ক। অভিনয়ে যেমন ভিন্নমাত্রা এনেছিলেন, তেমনি গানের ক্ষেত্রেও তাঁর প্রতিভার পরিচয় মেলে। হয়তো জীবদ্দশায় সুযোগ বেশি পাননি, কিন্তু তাঁর কয়েকটি গাওয়া গান আজও ভক্তদের মনে বিশেষ জায়গা দখল করে আছে।