‘সিংঘাম এগেইন’ সিনেমার শুটিং করার সময় সেটে আহত হয়েছেন অভিনেতা অজয় দেবগন। একটি অ্যাকশনের দৃশ্য ধারণ করার সময় ঘটে এই দুর্ঘটনা।
হিন্দুস্তান টাইমস বাংলার তথ্যানুযায়ী, ভিলে পার্লেতে শুটিং হচ্ছিলো রহিত শেট্টি পরিচালিত ‘সিংঘাম এগেইন’ সিনেমার। একটি মারামারির শুট চলার সময় অজয় তার চোখে ও মুখে আঘাত পান। আঘাত পাওয়ার পর কয়েক ঘন্টার জন্য বিরতি নেন অভিনেতা।
সেটে চিকিৎসক এসে চিকিৎসা করেন অজয়ের। এই সময় রোহিত বাকিদের নিয়ে শুট চালিয়ে যাচ্ছিলেন। তবে সময় নষ্ট করতে একদমই রাজি ছিলেন না অজয়। ফলশ্রুতিতে খানিক বিশ্রাম নেওয়ার পরই সেটে ফেরেন তিনি।
উল্লেখ্য যে, ‘সিংঘাম এগেইন’ সিনেমার মাধ্যমে আরও একবার অ্যাকশনে ভরপুর সিনেমায় দেখা যাবে বলিউডের ‘সিংঘাম’ অজয়কে। ২০১১ সালে সূত্রপাত হয় রোহিতের এই কপ ইউনিভার্সের। ‘সিংঘাম’ ফ্র্যাঞ্চাইজির ভক্ত সংখ্যা সিনেমা গুলোর বক্স অফিস কালেকশন দেখে ইতিমধ্যে সবারই জানা। নতুন সিক্যুয়েল আসার ঘোষণা আসার পর থেকে তাই ভক্তদের উত্তেজনাও বেশ তুঙ্গে।
সিনেমাটি ২০২৪ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। কাজের শিডিউল সব ঠিকঠাক থাকলে ২০২৪ সালের আগস্ট মাসে পর্দায় আসবে ‘সিংঘাম এগেইন’।