Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫

সালমান খানকে গুণ্ডা বললেন অভিনব কাশ্যপ

সালমান খানকে গুণ্ডা বললেন অভিনব কাশ্যপ

সালমান খানকে গুণ্ডা বলে অভিহিত করলেন অভিনব কাশ্যপ  

বলিউডের জনপ্রিয় নির্মাতা অভিনব কাশ্যপ। ২০১০ সালে তার পরিচালনায় মুক্তি পায় সালমান খানের ‘দাবাং’ সিনেমা যা ছিল সালমানের ক্যারিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট। কিন্তু সুপারহিট সিনেমার সেই জুটির এখন আর আগের মতো সম্পর্ক নেই। বরং সালমান খানকে গুণ্ডা বলে অভিহিত করলেন অভিনব কাশ্যপ।

স্ক্রিন ম্যাগাজিনকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি শুধু সালমানের ব্যক্তিত্ব নয়, গোটা খান পরিবারের ইন্ডাস্ট্রি-নিয়ন্ত্রণের কৌশলকে তীব্র ভাষায় তুলাধোনা করেন। সেটে সালমানের আচরণ নিয়ে অভিনব কাশ্যপের মন্তব্য, ‘তিনি একজন গুণ্ডা’। সেই সঙ্গে তিনি দাবি করেছেন, সালমান কখনো অভিনয়ে আগ্রহ দেখাননি।

গত ২৫ বছর ধরে তার মধ্যে কোনো শিল্পীসত্তা নেই। তিনি যেন করুণা করে শুটিংয়ে আসেন, যেন সেটে উপস্থিত হয়েই তিনি উদ্ধার করলেন। তিনি সেলিব্রিটি হওয়ার ক্ষমতায় মুগ্ধ, কিন্তু অভিনয়ের প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই।

অভিনব বলেন, ‘দাবাং-এর আগে আমি এসব জানতাম না। তিনি একজন গুণ্ডা— অসভ্য এবং একজন খারাপ মানুষ।’

অভিনবের মতে, সালমান খান এবং তার পরিবার বলিউডে স্টার সিস্টেমের ভিত্তি গড়ে তুলেছে, যা এখন এক প্রকার অদৃশ্য শাসনব্যবস্থা। ‘দাবাং’ পরিচালক বলেন, ‘ওরা প্রতিশোধপরায়ণ। আপনি যদি ওদের তালে না তাল মিলিয়ে চলেন, ওরা আপনাকে টার্গেট করবে। ৫০ বছর ধরে ইন্ডাস্ট্রিতে থাকা এই পরিবার পুরো প্রক্রিয়াটাই নিয়ন্ত্রণ করে।

এটা শুধু ক্ষমতার খেলা নয়, এটা শিল্পের গলা টিপে ধরার কৌশল।’

সালমানের সঙ্গে কাজ করো না

সাক্ষাৎকারে অভিনব আরো জানান, তার ভাই অনুরাগ কাশ্যপ ‘তেরে নাম’ সিনেমার সময় একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হন। তার মতে, ‘অনুরাগ আমাকে বলেছিল, সালমানের সঙ্গে কাজ করো না। যদিও ও বিস্তারিতভাবে কিছু বলেনি, কিন্তু ওর ভয় ছিল, আমি সহজেই বুলিড হয়ে যাব। কারণ ও এই শকুনদের চিনত। তেরে নাম-এর স্ক্রিপ্ট অনুরাগই লিখেছিলেন। কিন্তু বনি কাপুরের খারাপ ব্যবহারের কারণে ও সরে যায়। ওকে কোনও ক্রেডিটও দেওয়া হয়নি। আমার সঙ্গেও একই ঘটনা ঘটেছে। ভালো ছবির ভিত্তি হলো ভালো স্ক্রিপ্ট, যেটা ওরা সম্মান করে না। ওরা শুধু স্টারডমকে পুঁজি করে, শিল্পকে নয়।’

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এক সিনেমাতেই প্রেমে জড়ালেন কার্তিক-শ্রীলীলা?  

বলিউডের আলোচনায় আবারও এক তারকা জুটির নাম এসেছে। অভিনেতা কার্তিক আরিয়ান এবং দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার সম্পর্ক…

পশ্চিমবঙ্গে নতুন পরীমনি

পোষ্টারে লাল কালিতে লেখা ‘পরীমনি। সাথে দেখা যাচ্ছে এক শিশু পেছন ফিরে দাঁড়িয়ে আছে, আরেকজনের অবয়ব দেখা যাচ্ছে;…
Exit mobile version