সম্প্রতি মুক্তি পেল ‘টাইগার থ্রি’ সিনেমাটির ট্রেইলার। সঙ্গে চলছে বিগবস সিজন ১৭। সব মিলিয়ে ভাইজান সালমান খান কিন্তু সরব সব মাধ্যমে।
পাশাপাশি নানা রকমের আয়োজনে প্রায়ই তাকে দেখা যায় অতিথি হিসেবে উপস্থিত থাকতে।
তেমনই কোনও একটা শোতে ছিলেন আয়ুষ্মান খোরানা ও সালমান খান। মজা করে প্রশ্ন উত্তর পর্ব খেলছেন ক্রুশনা অভিষেক। যিনি আবার গোবিন্দর ভাগিনাও।
ক্রুশনা আয়ুষ্মানকে সামনে রেখে বলেন, আমরা জানি, আয়ুষ্মান বিবাহিত, তার সাফল্যের পেছনে তার স্ত্রীর হাত, আমার সাফল্যের পেছনে কাশমিরা মানে আমার স্ত্রীর ভূমিকা আছে। কিন্তু সালমান খান অবিবাহিত! তাহলে তার পেছনে কার ভূমিকা?
সালমান খান তখন উত্তর দেন, আমার সাফল্যের পেছনে আমার দুই মা এবং দুই বোনের ভূমিকা সবচেয়ে বেশি।
উল্লেখ্য সেলিম খান তথা সালমানের বাবা হেলেনকে বিয়ে করার পরেও তারা দুই পরিবার একসাথে একই ছাদের নিচে থাকছেন। সালমান, আরবাজ বা সোহেল খান কখনোই তাদের দুই মা নিয়ে কোনও অসন্তোষ প্রকাশ করেননি।
এমনকি সালমান খানের দুই বোনের একজন দত্তক হিসেবে নেওয়া, সেটাও জানে গোটা বলিউড। সালমানের মা সালমা খান ও সেলিম খান অর্পিতা খানকে দত্তক হিসেবে গ্রহণ করেন।
সালমানের এই উত্তরে হাততালির শব্দে স্টুডিও মুখর হয়ে উঠে।