বলিউডের ভাইজান সালমান খানকে নিয়ে যেন আলোচনার শেষ-ই হচ্ছে না। বর্তমানে সিনেমার কারণে নয়, তিনি আলোচনায় আসছেন খুনের হুমকির কারণে। একাধিকবার হত্যার হুমকি পেয়েছেন সালমান। এবার সেই সূত্র ধরে গ্রেপ্তার করা হলো এক উঠতি গীতিকারকে!
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্যানুযায়ী, একটি ফোনের সূত্র ধরে এক উঠতি গীতিকারকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। এ গীতিকারের নাম সোহেল পাশা। কর্ণাটকের রায়চুরের বাসিন্দা তিনি। এ অভিযুক্ত নাকি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম প্রচার করে পাঁচ কোটি রুপি চেয়েছেন।
২০২৪ সালের ৭ নভেম্বর মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে একাধিক ম্যাসেজ আসে। সেখানে লেখা ছিল, প্রেরক বিষ্ণোই গ্যাংয়ের সদস্য এবং ৫ কোটি টাকা না দিলে সালমান খানকে মেরে ফেলা হবে। একই ম্যাসেজে আরও বলা হয়, সালমানের সাথে ‘ম্যায় সিকান্দার হুঁ’ গানের রচয়িতাকেও হত্যা করা হবে।
এরপর মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ হুমকির বার্তা পাঠানো সেই মোবাইল নম্বরটির সন্ধান করে। সেই অনুযায়ী একটি দল কর্ণাটকে যায় এবং ওই নম্বরের মালিক ভেঙ্কটেশ নারায়ণকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু নারায়ণের মোবাইল ফোনে কোন ইন্টারনেট পরিষেবা ছিল না। পুলিশ সন্ধান করে তখন জানতে পারে যে সেই ফোনে একটি হোয়াটসঅ্যাপ ইনস্টলেশন ওটিপি ছিল।
নারায়ণ পুলিশকে জানান, ৩ নভেম্বর এক অপরিচিত ব্যক্তি বাজারে তার কাছে এসে জিজ্ঞাসা করেন যে ফোন করার জন্য তিনি নারায়ণের ফোন নিতে পারবেন কিনা।
তদন্তে আরও জানা গেছে, অভিযুক্ত নাকি ওটিপি পাওয়ার জন্য নারায়ণের মোবাইল নম্বর ব্যবহার করেন। সেখানে নিজের মোবাইলে হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু করেন তিনি। অতঃপর ক্রাইম ব্রাঞ্চের দলটি রায়চুরের নিকটবর্তী মানাভি গ্রামে পাশার খোঁজে বের হয়।
উল্লেখ্য যে, হুমকিতে উল্লেখিত ‘ম্যায় সিকান্দার হু’ গানের লেখকই এই সোহেল পাশা।