দেশ-বিদেশের স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে ২০২৩ সালে মুক্তি পেয়েছে বহু কনটেন্ট। এক একটা সিরিজের গল্প অন্যটিকে ছাড়িয়ে গেছে। এদিকে বাংলা কনটেন্টের রাজধানী হওয়ার লক্ষ্যে ২০২১ সালের জুলাই মাসের ১২ তারিখ যাত্রা শুরু করে ‘চরকি’। খুব অল্প সময়ের মধ্যেই এই প্ল্যাটফর্মের কনটেন্টগুলো দেশের গন্ডি পেরিয়ে বাহবা পেয়েছে বাইরেও। ২০২৩ সালে চরকির ঝুলিতেও এসেছে নানা প্রাপ্তি। তাই ফিরে দেখা যাক প্ল্যাটফর্মটির ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অরিজিনাল সিরিজগুলো।
চরকি অরিজিনাল সিরিজ
‘গুটি’
চরকির ২০২৩ সালের শুরুটা হয়েছিল শঙ্খ দাশগুপ্ত পরিচালিত চরকি অরিজিনাল সিরিজ ‘গুটি’ দিয়ে। এই সিরিজের মধ্যে দিয়ে চরকিতে প্রথমবারের মতো অভিনয় করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
‘ইন্টার্নশিপ’
ফেব্রুয়ারি মাসের শেষ দিকে মুক্তি পায় ‘ইন্টার্নশিপ’। রেজাউর রহমান পরিচালিত এক ঝাঁক তরুণ অভিনেতাদের নিয়ে নির্মিত হয়েছিল সিরিজটি।
‘ওভারট্রাম্প’
মার্চে মুক্তি পায় বাশার জর্জিস পরচালিত ‘ওভারট্রাম্প’। চঞ্চল চৌধুরী, এফ এস নাঈম, সামিরা খান মাহি, আশনা হাবিব ভাবনা, শরীফ সিরাজসহ অনেককেই দেখা যায় এই সিরিজে।
‘মাইশেলফ অ্যালেন স্বপন’
বছরের সবচেয়ে আলোচনা সৃষ্টি করা ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ শীর্ষক সিরিজটি মুক্তি পায় এপ্রিল মাসে ঈদুল-ফিতরে। শিহাব শাহীন পরিচালিত চরকি অরিজিনাল এই সিরিজ ছিল চরকির এ বছরের সুপারহিট কনটেন্ট। নাসির উদ্দিন খান ও রাফিয়াত রশিদ মিথিলা তাদের অভিনয়ের রসায়ন দিয়ে জয় করেছিল সবার মন। সেই সাথে ‘বৈয়াম পাখি’ গানে নেচেছিল সকলে।
‘মারকিউলিস’
জুন মাসে আরেক ঈদে অর্থাৎ ঈদুল আযহা-তে মুক্তি পায় আবু শাহেদ ইমন পরিচালিত ‘মারকিউলিস’। সাবিলা নূর, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, আইশা খান, রাশেদ মামুন অপু-সহ প্রায় ২২ জন শিল্পী অভিনয় করেছেন এই সিরিজে।
‘ভাইরাস’
এরপর আগস্ট মাসে চরকির দর্শক দেখতে পায় অনম বিশ্বাস পরিচালিত নতুন ধরনের ‘ভাইরাস’-এর গল্প।
‘প্রচলিত’
আর বছর শেষে মুক্তি পায় গা ছমছমে ৫টি গল্প নিয়ে আবিদ মল্লিক পরিচালিত সিরিজ ‘প্রচলিত’।